
বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়ে আমেরিকার সাথে কখনো কোনও চুক্তি করবে না ইমারতে ইসলামিয়া। আফগানিস্তান সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র, এই রাষ্ট্র নিজেদের জনগণ দ্বারা পরিচালিত। আমরা কোনও বিদেশি শক্তির উপর নির্ভরশীল নয়।
২১ সেপ্টেম্বর কাবুল বিমান বাহিনী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এই সব মন্তব্য করেছেন ইমারতে ইসলামিয়ার সশস্ত্র বাহিনী প্রধান ক্বারি ফাসিহউদ্দিন ফিতরাত হাফিযাহুল্লাহ।
তিনি আরও বলেন, আফগানবাসী তাদের সার্বভৌমত্ব রক্ষার্থে কয়েক দশক ধরে লড়াই করেছেন, তারা কোনও ধরনের বিদেশি আধিপত্য মেনে নেবে না।
তিনি সতর্ক করেন যে, যারা আমাদের কাছে বন্ধুত্বের হাত বাড়ায়, তারা আমাদের বন্ধু। পক্ষান্তরে যারা আমাদের নিকট শত্রুতার হাত বাড়ায়, তারা আমাদের থেকে কঠোর বিরোধিতা মোকাবেলা করবে।
২০২১ সালে আফগান ভূমি থেকে মার্কিন সেনা প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, দুই দশকের লড়াইয়ে আন্তর্জাতিক শক্তির বিরুদ্ধে আফগান জনগণ প্রতিরোধ গড়ে তুলেছিলেন, ফলে তাদের সেনারা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। যারা এখনও এই বাস্তবতা বুঝে নি, তারা শিক্ষা গ্রহণ করুক।
তিনি জোর দিয়ে বলেন, বিদেশি সহায়তা ছাড়াই স্বদেশ রক্ষা করতে সক্ষম ইমারতে ইসলামিয়ার সশস্ত্র বাহিনী। আমরা কোনও আগ্রাসী শক্তিকে ভয় পাই না। গত ২০ বছরে আমরা প্রমাণ করেছি যে, আফগান ভূমি রক্ষা করার মতো সক্ষমতা আমাদের রয়েছে। অদূর ভবিষ্যতে আফগানিস্তানের আকাশসীমা ও ভূখণ্ড সম্পূর্ণ নিরাপদ থাকবে।
উল্লেখ্য যে, সম্প্রতি মার্কিন ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছে যে, বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ আমেরিকাকে ফেরত না দিলে খারাপ পরিণতি ঘটতে পারে। বিমান বাহিনীর এই সংবর্ধনা অনুষ্ঠানে কঠোর প্রতিক্রিয়ার মাধ্যমে ট্রাম্পের হুমকির জবাব দিয়েছেন তালিবান সশস্ত্র প্রধান ফাসিহউদ্দিন ফিতরাত হাফিযাহুল্লাহ।
তথ্যসূত্র:
1. IEA rejects Trump’s Bagram remarks, vows no compromise on Afghan sovereignty
– https://tinyurl.com/2ux377s7


