শত্রু বাহিনীর চেকপয়েন্টে ইত্তেহাদুল মুজাহিদিনের স্নাইপার হামলা: নিহত ২ শত্রু সৈন্য

0
139

ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি) নিশ্চিত করেছে যে, পাকিস্তানের খাইবার এবং ওরাকজাই এজেন্সিতে দলটির মুজাহিদদের স্নাইপার হামলায় ২ সেনা সদস্য নিহত হয়েছে।

প্রতিরোধ বাহিনী ‘আইএমপি’র মুখপাত্র মাহমুদুল হাসান (হাফিযাহুল্লাহ) জানান, গত ২১ সেপ্টেম্বর রবিবার বিকেল ৪:১৫ মিনিটে, মুজাহিদিনরা খাইবার এজেন্সির তিরাহ উপত্যকায় শত্রু বাহিনীর একটি চেকপয়েন্টে স্নাইপার ব্যবহার করে আক্রমণ চালিয়েছেন। মুজাহিদদের এই আক্রমণের ফলে পাকিস্তান সামরিক বাহিনীর ১ সেনা সদস্য নিহত হয়েছে।

এদিন মুজাহিদিনরা ওরাকজাই এজেন্সির ঘালজো এলাকায় একটি চেকপয়েন্টে অনুরূপ স্নাইপার ব্যবহার করে আক্রমণ চালিয়েছেন। ফলশ্রুতিতে মুজাহিদদের এই আক্রমণেও ঘটনাস্থলেই ১ এফসি সদস্য নিহত হয়েছে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/2c2rh58b
– https://tinyurl.com/4ujwku4u

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখাইবার অঞ্চলে ৩০ জন নারী ও শিশুকে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনী
পরবর্তী নিবন্ধআফগান রাষ্ট্রদূতের সঙ্গে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক