
পশ্চিম আফ্রিকার দেশ মালির ৩টি রাজ্যে সম্প্রতি ৮টি পৃথক অভিযান পরিচালনা করেছেন আল-কায়েদা সংশ্লিষ্ট জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা। দলটির অফিসিয়াল মিডিয়া শাখা আয-যাল্লাকার প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৬ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত মালির সেগুতে ৪টি, কোলিকুরোতে ২টি এবং কায়েস রাজ্যে ২টি পৃথক অভিযান চালানো হয়েছে।
সূত্রমতে, রাজ্যগুলোতে মুজাহিদদের পরিচালিত এসকল অভিযানের ৩টিতেই জান্তা বাহিনীর অন্তত ১৭ সৈন্য নিহত এবং অসংখ্য সৈন্য আহত হয়েছে। এসময় মুজাহিদিনরা ৫টি ঘাঁটি শত্রু মুক্ত করার পাশাপাশি বিস্তীর্ণ ভূমির নিয়ন্ত্রণ নিয়েছেন। বিজিত ৫টি ঘাঁটিতে বীরত্বপূর্ণ অভিযান শেষে মুজাহিদিনরা গনিমত হিসাবে অর্জন করেছেন ৩টি সাঁজোয়া যান, ২টি মোটরসাইকেল, ১৬টি ক্লাশিনকোভ, ৩টি পিকা, ৫টি আরপিজি এবং ৫টি পিস্তল সহ অসংখ্য সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ বাক্স।
ঘাঁটিগুলোতে মুজাহিদদের পরিচালিত অভিযানের সময় ধ্বংস করা হয়েছে জান্তা বাহিনীর ১৯টি সাঁজোয়া যান, কয়েক ডজন মোটরসাইকেল এবং বহু সামরিক সরঞ্জাম।
মালিতে ‘জেএনআইএম’ মুজাহিদদের বীরত্বপূর্ণ অন্য ৫টি অভিযানেও অসংখ্য শত্রু সৈন্য হতাহত হয়েছে, যাদের মধ্যে রাশিয়ার “আফ্রিকান কর্পস” বাহিনীর অনেক সৈন্যও রয়েছে।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/msra4dnd
– https://tinyurl.com/4hahdmrb
– https://tinyurl.com/2289ur52


