খাগড়াছড়িতে উগ্র উপজাতিদের দেশ বিরোধী তৎপরতা, ১৪৪ ধারা ভঙ্গ করে ভাংচুর-অগ্নিংযোগ, মেজরসহ আহত ১০ সেনা সদস্য

0
132

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ১৪৪ ধারা ভেঙে উপজাতিদের হামলায় মেজরসহ সেনাবাহিনীর ১০ জন আহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছে উপজাতিসহ কয়েকজন বাঙালি।

রোববার(২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে উপজেলার খাদ্য গুদাম এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে ১৪৪ ধারা ভঙ্গ করা নিয়ে ঘটনার সূত্রপাত হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা উপজাতিদের সরে যেতে নির্দেশ দেয়। এতে কয়েকজন নারী-পুরুষ তাদের ওপর চড়াও হয়।

এক পর্যায়ে স্থানীয় রামেশু বাজার এলাকায় ভাড়াবাসায় পরিচালিত ভবনে শিক্ষা অফিস, সমাজসেবা, যুব উন্নয়নসহ বিভিন্ন সরকারি অফিস আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয় উপজাতিরা। পরে উপজাতিরা গুইমারা বাজারের দিকে যেতে চাইলে স্থানীয় বাঙালিদের প্রতিরোধের মুখে পড়ে। এরপর উপজাতি-বাঙালিদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
সেখানে এখন উত্তেজনা বিরাজ করছে।

উল্লেখ্য যে, উগ্র উপজাতি সন্ত্রাসীরা উপজাতি ধর্ষণের অভিযোগের নামে পাহাড়কে অস্থিতিশীল করতে চাইছে।
পাহাড়ের বেশ কয়েকটি মসজিদে ভাঙচুর চালিয়েছে তারা। সম্প্রতি তাদের অনেকেই বিভিন্ন আন্দোলনে পার্বত্য চট্টগ্রামকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বানানোর জোর দাবি জানিয়েছে।


তথ্যসূত্র:

https://tinyurl.com/2ky553ew

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‘ধর্ষণকাণ্ড’ নিয়ে খাগড়াছড়িতে গভীর ষড়যন্ত্র, ইন্ধন দিচ্ছে দেশি ও বিদেশি অপশক্তি
পরবর্তী নিবন্ধকাশ্মীরে দুই মুসলিম যুবককে হত্যা করলো দখলদার ভারতীয় বাহিনী