বঙ্গোপসাগর থেকে ০২টি ট্রলারসহ ১৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

0
42

বঙ্গোপসাগর মাছ ধরতে যাওয়া কক্সবাজারের টেকনাফের দুটি ট্রলারসহ ১৪ জেলেকে অপহরণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ট্রলার মালিকরা গণমাধ্যমকে জানান, এই অপহরণের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা জড়িত।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সেন্টমার্টিনের অদূরে দুটি ট্রলারসহ ওই ১৪ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিটির পরিচালক সাজেদ আহমেদ সাজেদ আহমেদ।

তিনি বলেন, ‘ঘাট থেকে বেশ কিছু মাঝিমাল্লা ট্রলার নিয়ে সাগরে মাছ শিকারে বের হয়েছিলেন। এর মধ্যে দুটি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনছি। বারবার এ ধরনের ঘটনায় মাছ ব্যবসায়ীসহ জেলেদের মাঝে ভয়ভীতির সৃষ্টি হয়। তাই এ বিষয়ে সরকারের সহযোগিতা একান্ত প্রয়োজন।’

এর আগে, ১২ সেপ্টেম্বর ৫টি ট্রলারে ৪০ মাঝিমাল্লাকে অপহরণ করে আরাকান আর্মি। এর মধ্যে একটি ট্রলারের ১৭ জন জেলে কৌশলে পালিয়ে আসে। এ ছাড়া বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া আরাকান আর্মি হাতে আরও ১১৪ জেলে বন্দি রয়েছে। এ সময় ১৯টি ট্রলারও আটক করে তারা।


তথ্যসূত্র:
১.দুই ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
-https://tinyurl.com/5n8eyzv2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের ষড়যন্ত্রকে সমর্থন, পশ্চিমাদের হাতে গাজা কে তুলে দিতে চায় পাকিস্তান
পরবর্তী নিবন্ধখুনি হাসিনার নতুন কল রেকর্ড ফাঁস; সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের দায় চাপাতে বিপুকে বলে ‘থোরাসা হাদিয়া দে দো’