
গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনের মুখে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের তৎপরতা আরও সুনিপুণ ও প্রাণবন্ত হয়ে উঠছে। ০২ অক্টোবর, বৃহস্পতিবার ফিলিস্তিনি ইসলামি জিহাদের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড একাধিক সুনির্দিষ্ট ও সমন্বিত অভিযান পরিচালনা করে দখলদার সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। স্নাইপার অপারেশন, ড্রোন দখল, মর্টার হামলা ও ট্যাংক ধ্বংসের মাধ্যমে প্রতিরোধ বাহিনী আবারও তাদের সক্ষমতা ও দৃঢ়তার প্রমাণ দিয়েছে।
আল-কুদস ব্রিগেডস প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গাজার শতি শরণার্থী শিবির এলাকায় এক বাড়ির ছাদে অবস্থান করছিল এক দখলদার ইসরায়েলি সৈন্য। তার পাশেই ছিল নজরদারি ক্যামেরা ও অন্যান্য সামরিক সরঞ্জাম। মুহূর্তেই স্নাইপারের গুলিতে সৈন্যটি মাটিতে লুটিয়ে পড়ে।
একই দিনে আল-কুদস ব্রিগেডস জানায়, তারা দক্ষিণ গাজার তাল আল-হাওয়া এলাকায় ইসরায়েলের নজরদারি ড্রোন দখল করেছে। সেইসাথে মরটার সেল দিয়ে ইসরায়েলি সেনা ও তাদের সাঁজোয়া যানবাহনগুলোকে লক্ষ্য করে আঘাত হানে। এই অভিযানে শত্রুপক্ষের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, বেশ কয়েকজন সৈন্য আহত হয়েছে এবং তাদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী জানিয়েছে, বিস্ফোরক হামলায় ৫৩তম ব্যাটালিয়নের একটি আধুনিক ট্যাংক ধ্বংস হয়েছে। এই ঘটনা ইসরায়েলের তথাকথিত “অপরাজেয়” সামরিক শক্তির ভ্রান্ত ধারণাকে নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে।
২০২৩ সালের ২৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন গাজাকে রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। ইসরায়েলের পরিকল্পনা ছিল ধাপে ধাপে গাজা শহর দখল করা। তবে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন—প্রতিরোধ সংগঠনগুলো বারবার আক্রমণ চালিয়ে ইসরায়েলের দখলদারিত্ব থামিয়ে দিচ্ছে। স্নাইপার হামলা থেকে শুরু করে ট্যাংক ধ্বংস, ড্রোন দখল থেকে মোরটার হামলা—সব ক্ষেত্রেই ইসরায়েলি বাহিনী অপমানজনক ক্ষতির মুখোমুখি হচ্ছে।
গাজার সর্বশেষ এই সফল আক্রমণের ঘটনাগুলো প্রমাণ করে যে, ফিলিস্তিনি প্রতিরোধ কেবল টিকে নেই, বরং প্রতিদিন নতুনভাবে ইসরায়েলি বাহিনীকে চ্যালেঞ্জ জানাচ্ছে। স্নাইপার হামলায় সৈন্যের মৃত্যু, ড্রোন দখল কিংবা ট্যাংক ধ্বংস—সবই ইঙ্গিত দিচ্ছে যে, আগ্রাসী শক্তির প্রযুক্তি ও আধুনিক অস্ত্রশস্ত্র ফিলিস্তিনি সংগ্রামের সামনে অসহায় হয়ে পড়ছে। প্রতিরোধের এই ধারাবাহিকতা ইসরায়েলি সামরিক অহংকারকে ধ্বংস করে দিচ্ছে এবং দখলদারদের ভুয়া শক্তির চিত্র ক্রমেই ভেঙে পড়ছে।
তথ্যসূত্র:
1. Al-Quds Brigades Sniping Operation in Gaza Resistance Roundup
–


