
ইমারতে ইসলামিয়ার জাতীয় সেনাবাহিনীর অন্তর্ভুক্ত বিভিন্ন সীমান্ত ইউনিটের ১১০ জন মুজাহিদ সম্প্রতি সফলভাবে তাদের সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ৩ মাসের এই প্রশিক্ষণ কোর্স হযরত আব্দুল্লাহ বিন মাসঊদ (রাযিয়াল্লাহু আনহু) যৌথ সামরিক ট্রেনিং কমান্ডে পরিচালিত হয়েছিল। প্রশিক্ষণে টপোগ্রাফি ও সীমান্ত আইন সম্পর্কে সদস্যগণ জ্ঞান লাভ করেছেন। পাশাপাশি তারা ভারী ও হালকা অস্ত্রশস্ত্র চালনা এবং সম্মিলিত অভিযান পরিচালনা সংক্রান্ত দক্ষতা অর্জন করেছেন।
প্রশিক্ষণ সম্পন্নকারী সেনাসদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ট্রেনিং সেন্টারের কমান্ডার মৌলভী নাসিবুল্লাহ মাদানি হাফিযাহুল্লাহ, সামরিক বাহিনী স্কুলের কমান্ডার হাফিজ সাদ্দাম হুসাইন আহমদ জিয়া এবং অন্যান্য বিশিষ্ট কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে বক্তাগণ সেনাসদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত উপস্থাপন করেছেন। আমিরের আনুগত্য, পেশাগত প্রশিক্ষণ গ্রহণ অব্যাহত রাখা, নিয়মিত সামরিক অনুশীলন এবং অর্জিত দক্ষতা যোগ্য কর্মীদের নিকট পৌঁছে দিতে তারা আহ্বান জানান। এছাড়া মজবুত ঈমানের সাথে দেশের সীমান্ত রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ থাকতে তারা উপদেশ দেন।
তথ্যসূত্র:
1. Islamic Emirate’s Defence Ministry Announces Graduation of Border Trainees
– https://tinyurl.com/2wxbur5s


