
দখলীকৃত কাশ্মীরের কুপওয়ারা জেলার পালপোরা গ্রামে আরও একজন মুসলিমের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে দখলদার ভারতীয় প্রশাসন।
গত ২ অক্টোবর কাশ্মীর মিডিয়া সার্ভিস এক প্রতিবেদনে বলা হয়, নাজির আহমদ গণি নামে এক কাশ্মীরি নাগরিকের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ভারতীয় প্রশাসন। বর্তমানে তিনি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থান করছেন। ভারতীয় প্রশাসন দাবি করেছে, তিনি স্বাধীনতাকামী যোদ্ধা এবং সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত। তিনি পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে স্বাধীনতাকামীদের নির্দেশ দিচ্ছেন। এজন্য তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
তবে স্থানীয়রা এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও কাশ্মীরি মুসলিমদের স্বাধীনতা আন্দোলনকে দমন করার একটি হীন কৌশল হিসেবে দেখছেন।
তথ্যসূত্র:
1. Authorities seize property of another Kashmiri in IIOJK
– https://tinyurl.com/bdhb2wdn


