সোমালিয়ার মোগাদিশুতে গোয়েন্দা দপ্তরে শাবাব মুজাহিদিনদের সমন্বিত হামলা: অসংখ্য বন্দি মুক্তি

0
137

৪ অক্টোবর শনিবার সন্ধ্যায় মোগাদিশুর (গোদাকা জালিয়ো) “উচ্চ সিকিউরিটি কারাগার ও গোয়েন্দা দপ্তরে” আশ শাবাব মুজাহিদিন অতর্কিত আক্রমণ পরিচালনা করেন বলে জানিয়েছে সংগঠনটির সামরিক নেতৃত্ব।

সংগঠনের সামরিক শাখা এক বিবৃতিতে জানায়,
“(৪ অক্টোবর ) শনিবার সন্ধ্যা ৪টা ৫০ মিনিটে মুজাহিদিন বাহিনী রাজধানী মোগাদিশুতে অবস্থিত ‘গোদাকা জালিয়ো’ নামের সরকারি কারাগার ও কেন্দ্রটিতে একটি ইসতিশহাদি ও অনুপ্রবেশমূলক অভিযান চালায়।

এই কেন্দ্রটি এমন একটি স্থান, যেখানে গ্রেফতার হ‌ওয়া আশ শাবাব মুজাহিদদের ও ধর্মপ্রাণ মুসলমানদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। হামলার সময় সেখানে গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা, বিশেষ করে মোগাদিশু শাখার কেন্দ্রীয় গোয়েন্দা সদস্যরা, রাজধানীর বাসিন্দাদের বিরুদ্ধে ষড়যন্ত্র নিয়ে বৈঠক করছিল।

মুজাহিদদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী অভিযান শুরু হয় এবং মুজাহিদিন বাহিনী—আল্লাহর অনুগ্রহে কেন্দ্রটিকে ঘিরে থাকা সব নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করতে সক্ষম হয়। এরপর তারা শত্রুপক্ষের অফিসের ভেতর থেকেই আক্রমণ শুরু করে, যেখানে তীব্র সংঘর্ষ চলে।

রাজধানী মোগাদিশু থেকে প্রাপ্ত প্রতিবেদনে জানানো হয়েছে, আশ শাবাব মুজাহিদিনরা শনিবার সন্ধ্যায় শহরের এই সরকারি কেন্দ্রটিতে হামলার সময় সেখানে আটক বিপুল সংখ্যক বন্দিকে মুক্ত করেছে।

“গোদাকা জালিয়ো” কারাগার ও গোয়েন্দা দপ্তর থেকে মুক্তি পাওয়া একজন বন্দি এক বার্তায় বলেন:

“আমি ছিলাম ‘গোদাকা জালিয়ো’ কেন্দ্রে আটক বন্দিদের একজন। আজ আল্লাহর অনুগ্রহে মুজাহিদিনরা আমাকে মুক্ত করেছেন। আমি জানি না, জীবনে এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে কিনা। এক ঘণ্টা আগেও আমি দুঃখ ও কষ্টে ছিলাম, আর এখন আমি আনন্দ ও তৃপ্তিতে আছি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন তাঁর পথে যুদ্ধ করতে করতে শহীদ হওয়ার সৌভাগ্য আমাকে দান করেন।”


তথ্যসূত্র:
https://tinyurl.com/yrn2nmkz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনিরবচ্ছিন্ন যানচলাচল নিশ্চিত করবে সালাং হাইওয়ে বিকল্প সড়ক, নির্মাণ কাজের অগ্রগতি ৭০%
পরবর্তী নিবন্ধনর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে মালাউন কর্তৃক পবিত্র কোরআন অবমাননা