নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআন অবমাননায় ছাত্র জমিয়তের তীব্র নিন্দা

0
69

নর্থ সাউথ ইউনিভার্সিটির হিন্দু ছাত্র ‘অপূর্ব পাল’ কর্তৃক পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনায় ছাত্র জমিয়ত বাংলাদেশ গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে।

৫ অক্টোবর, রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির এই নিন্দা জানান।

তারা বিবৃতিতে বলেন, ৯০ ভাগ মুসলমানের দেশে এমন জঘন্য দুঃসাহস এই জাতির ঈমানী চেতনাকে উপহাস করার শামিল। এ ধরনের নিকৃষ্ট কর্মকাণ্ড কোনভাবেই বরদাশতযোগ্য নয়।

ছাত্র জমিয়ত নেতারা বলেন, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি,অপরাধীকে অবিলম্বে আইনের হাতে সোপর্দ করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে শাস্তির মুখে না ঠেলে বরং ‘সেইফ এক্সিট’ দিয়ে পার পাওয়ার সুযোগ করে দিয়েছে। এই ভূমিকা শুধু দায়িত্বজ্ঞানহীনতাই নয় বরং দেশের মুসলমানদের ঈমানী আবেগ-অনুভূতির প্রতি প্রকাশ্য অবমাননা।

ছাত্র জমিয়ত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, অপরাধীর বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে কোরআনের মর্যাদা রক্ষায় আমরা যেকোনো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।


তথ্যসূত্র
– https://tinyurl.com/y87f8h6y

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখাইবারে ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের পৃথক দুটি সফল অভিযান: নিহত অন্তত ২, আহত ১
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের হেরাত দমকল বিভাগে ১৬টি অকেজো অগ্নিনির্বাপক যানবাহন পুনরায় সচল