
গাজায় বোমাবর্ষণ বন্ধে ট্রাম্পের আহ্বান উপেক্ষা করেই নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত রাষ্ট্র ইসরায়েল। ৪ অক্টোবর, শনিবারের দিনভর চালানো হামলায় অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
এর আগে ৩ অক্টোবর, শুক্রবার ট্রাম্প দুর্বৃত্ত ইসরায়েলকে গাজায় অবিলম্বে বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানায়। তবে ট্রাম্পের সেই আহ্বান উপেক্ষা করেই সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী পুরো গাজা উপত্যকাজুড়ে নতুন করে হামলা চালায়।
গাজা সিটির আল-তুফাহ এলাকায় একটি বাড়িতে বর্বর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হন এবং অনেকে ধ্বংসস্তূপে আটকা পড়েন। একই জায়গায় একটি আবাসিক এলাকায় হামলায় সাত শিশুসহ ১৭ জন নিহত হয়।
এছাড়া আল-ইয়ারমুক সড়কের একটি বাড়িতে হামলায় একজন নিহত হন এবং আল-লাব্বাবিদ এলাকায় বেসামরিক লোকদের একটি সমাবেশে হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হন। গাজা সিটির বিভিন্ন স্থানে আরও ১৪ জন ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় প্রাণ হারান বলে খবর পাওয়া গেছে।
এছাড়া গাজা সিটির সাবরা, তেল আল-হাওয়া, রিমাল, নাসর ও বিচ ক্যাম্প এলাকাগুলোতে দখলদার ইসরায়েলি সেনারা রিমোট কন্ট্রোল ও বুবি ট্র্যাপড রোবট ব্যবহার করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আল-জালা সড়ক ও নাসর এলাকা থেকে ইসরায়েলি ট্যাংকগুলো সামান্য পিছিয়ে গেলেও আকাশে ড্রোন ও স্থলবাহিনীর মাধ্যমে এলাকাটিতে নজরদারি ও নিয়ন্ত্রণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।
নুসেইরাত শরণার্থী শিবিরের আল-ইশরিন সড়কের একটি অ্যাপার্টমেন্টে হামলায় এক কিশোরী নিহত হয়েছে। এছাড়া হামলায় আহত হয় আরও কয়েকজন। মধ্য গাজার অন্য এলাকাতেও একাধিক হামলায় নিহতের খবর পাওয়া গেছে। একইসঙ্গে দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে প্রাণ গেছে আটজনের।
নাসের হাসপাতালের একটি সূত্র জানায়, হামলার পর আরও ১১ জনের মরদেহ হাসপাতালে আনা হয়। ইসরায়েলি সাঁজোয়া যানগুলো এলোমেলোভাবে শহরের উত্তর ও মধ্যাঞ্চলে গুলি চালায়। উত্তরের খান ইউনিসেও নতুন করে গোলাবর্ষণ করে দুর্বৃত্ত সেনারা।
গত অক্টোবর থেকে বর্বর ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, ক্রমাগত বোমাবর্ষণে গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। খাদ্য সংকট ও রোগব্যাধি মারাত্মক আকারে ছড়িয়ে পড়ছে।
তথ্যসূত্র:
1. Israel pounds Gaza, killing 70, despite Trump’s call for it to halt bombing
– https://tinyurl.com/2bduh68y
2. Israel continues Gaza attacks, killing 60 Palestinians despite Trump ceasefire call
– https://tinyurl.com/2n97ca3f


