নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে, তা পূর্বের সকল অপকর্মকে ছাড়িয়ে গেছে: শাইখ আহমাদুল্লাহ হাফিযাহুল্লাহ

0
148

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পাল কর্তৃক পবিত্র কোরআন শরীফ অবমাননা, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সে ঘটনা ধামাচাপা দেয়ার প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেশের স্বনামধন্য আলেমেদ্বীন শাইখ আহমাদুল্লাহ হাফিযাহুল্লাহ। ৫ অক্টোবর, রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই প্রতিবাদ জানান তিনি।

নিন্মে শাইখ আহমাদুল্লাহ হাফিযাহুল্লাহ’র উক্ত পোস্ট সম্পূর্ণ তুলে ধরা হল-

শাইখ আহমাদুল্লাহ হাফিযাহুল্লাহ লিখেন,
“নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে, তা পূর্বের সকল অপকর্মকে ছাড়িয়ে গেছে। নির্ভার চিত্তে ঠোঁটে শিস বাজাতে বাজাতে কুরআন পদপিষ্ট করার ভিডিওটি যারাই দেখেছেন, সবারই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কথা।

কেউ কেউ অপূর্ব পালকে মানসিক রোগী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছেন। পূর্বেও অনেক ইসলাম অবমাননাকারীকে মানসিক রোগী বলে বাঁচানোর চেষ্টা করা হয়েছে।

কথা হলো, একজন মানসিক রোগী কীভাবে দেশের নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনা চালিয়ে যেতে পারে!

তাছাড়া মানসিক রোগীরা কেন বারবার ইসলাম ধর্মের ওপরই আক্রমণ করে!

মনে রাখতে হবে, ক্লাসে হাদিসের উদাহরণ আনায় উক্ত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে ইতোপূর্বে বহিষ্কার করা হয়েছে। অথচ কুরআন অবমাননার ঘটনা ভাইরাল হওয়ার আগ পর্যন্ত তারা অপূর্ব পালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

তাই বিশ্ববিদ্যালয়-প্রশাসনও এই ঘটনার দায় এড়াতে পারে না। এমন কুলাঙ্গার ছাত্রকে প্রশ্রয় দেয়ার অপরাধে তাদেরকে ক্ষমা চাইতে হবে।

এদেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইসলামবিরোধী এজেন্ডা নিয়ে কাজ করছে। ধর্মপ্রাণ মানুষের দেশে এটা কোনোভাবেই হতে দেয়া যায় না।

অপূর্ব পাল যা করেছে, এটা ধর্মীয় দাঙ্গা বাধানোর সুস্পষ্ট উস্কানি। আমরা অবিলম্বে তার দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি চাই।

পাশাপাশি সরকারের প্রতি আমাদের দাবি—অবিলম্বে ধর্মঅবমাননা বিষয়ে কঠোর ও সুস্পষ্ট আইন তৈরি করে এর বাস্তব প্রয়োগ ঘটাতে হবে।

নতুবা দেশের শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা নষ্টকারী ন্যাক্কারজনক এই ঘটনা বারবার ঘটতেই থাকবে।”

উল্লেখ্য, ৪ অক্টোবর (শনিবার) অপূর্ব পাল নামে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের এক মালাউন শিক্ষার্থী ক্লাস রুমের বাহিরে শিস বাজাতে বাজাতে কোরআন পায়ের নিচে রাখে এবং লাথি দিয়ে ভিডিও করে। এঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে ছাত্র-জনতার প্রতিবাদের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার ১৩ ঘণ্টা পর তাকে সাময়িক সাসপেন্ড করে পুলিশে সোপর্দ করে।


তথ্যসূত্র
– https://tinyurl.com/2p9jvc7a

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ“অপারেশন নুসরাতুল মাজলুমিন”: পূর্ব আফ্রিকায় ইসলামের বিজয়ের পথে শাবাব মুজাহিদদের অমর গাথা
পরবর্তী নিবন্ধকোরআন অবমাননাকারী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না করলে ‘লংমার্চ টু ঢাকা’র হুঁশিয়ারি হেফাজতে ইসলামের