সারাদেশে বাস্তবায়নের জন্য ৫৮৭টি নগর পরিকল্পনা প্রস্তুত করেছে ইমারতে ইসলামিয়া

0
69

আফগানিস্তানজুড়ে ৩৪টি প্রদেশে বাস্তবায়নের লক্ষ্যে ৫৮৭টি নগর পরিকল্পনা প্রস্তুতি সম্পন্ন করেছে ইমারতে ইসলামিয়ার আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রণালয়। এই সকল পরিকল্পনা ইতোমধ্যে পৌর বিষয়ক সমন্বয় অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে।

এই পরিকল্পনায় ৫৭টি বিস্তৃত, ১৩৮টি কৌশলগত এবং ৩৯২টি বিশদ নীলনকশা অন্তর্ভুক্ত রয়েছে। এর উদ্দেশ্য হল নগর সম্প্রসারণ, সমন্বিত উন্নয়ন, অবকাঠামো যেমন রাস্তা, পার্ক, আলো, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি প্রতিষ্ঠার মাধ্যমে বাসিন্দাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

ইমারতে ইসলামিয়ার নগর উন্নয়ন মন্ত্রী মৌলভী নাজিবুল্লাহ হায়াত হাক্কানি হাফিযাহুল্লাহ বলেন, পরিকল্পনা প্রণয়নের উদ্যোগের ফলে পরবর্তী প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন সহজতর হবে। দেশব্যাপী শহরগুলোকে আধুনিক মানের করে গড়ে তোলার কথা তিনি উল্লেখ করেন। এছাড়া নাগরিকদের উন্নত সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়নে মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি তিনি ব্যক্ত করেন।


তথ্যসূত্র:
1. 587 Urban Plans Prepared Nationwide
– https://tinyurl.com/3av368by

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআনের অবমাননা চরম ধৃষ্টতাপূর্ণ, ইচ্ছাকৃত এবং উস্কানিমূলক: জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান
পরবর্তী নিবন্ধখাইবার, ওয়াজিরিস্তান ও বান্নুতে ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের পৃথক তিনটি হামলায় দুই আইএসআই সদস্য নিহত