দীর্ঘ নির্যাতনের পর ২১ রোহিঙ্গাকে মুক্তি দিল আরাকান আর্মি, শিশুসহ দুজনের মৃত্যু

0
59

কয়েক মাসের নৃশংস নির্যাতনের পর আরাকান উগ্রবাদী বৌদ্ধ মিলিশিয়া বাহিনী (আরাকান আর্মি) শিশুসহ ২১ জন রোহিঙ্গা মুসলিমকে মুক্তি দিয়েছে। তাদের বেশিরভাগই দীর্ঘদিন ধরে চলা নির্যাতনের ফলে মারাত্মকভাবে আহত এবং অপুষ্টিতে ভুগছিল। তাদের মধ্যে ১০ বছর বয়সী এক শিশু এবং ৫০ বছর বয়সী এক পুরুষ নিহত হয়েছেন। আটক কেন্দ্রে নেয়ার সময় তারা পালানোর চেষ্টা করলে সন্ত্রাসবাদী আরাকান আর্মি তাদেরকে পেছন থেকে গুলি করে হত্যা করে।

গত ৫ অক্টোবর আরাকান নিউজ এজেন্সি জানায়, গত ২৫ সেপ্টেম্বর তাদেরকে মুক্তি দেয়া হয়। প্রতিবেদনে জানানো হয়, গত মে মাসে তারা বুথিডাং টাউনশিপের কাছে একটি জঙ্গলে বাঁশ সংগ্রহ করতে গেলে শিশুসহ ২৩ জনকে অপহরণ করা হয়। এরপর তাদের জোরপূর্বক মংডু অঞ্চলের এক আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

বেঁচে ফেরা রোহিঙ্গারা জানিয়েছেন, মিলিশিয়া সদস্যরা পালানোর চেষ্টা করা ওই দুইজনের ওপর গুলি চালায়; শিশুটি ঘটনাস্থলেই মারা যায়, আর পুরুষ ব্যক্তিটি গুলিবিদ্ধ হয়ে কিছুক্ষণ পর প্রাণ হারান।

মুক্তিপ্রাপ্ত ব্যক্তিরা জানিয়েছেন, তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে, যেমন: নখ উপড়ানো, শরীরে আগুন দেয়া, বেদম পেটানো, এবং প্রায় অনাহারে রাখা হতো। এসব নির্যাতনের ফলে কয়েকজন শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল, তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় এক রোহিঙ্গা আরাকান নিউজ এজেন্সিকে বলেন, ‘ওরা মুক্তির পর আমার সামনে দাঁড়ালে আমি প্রায় চিনতেই পারিনি। অনাহারের কারণে তাদের বুকের হাড় বেরিয়ে এসেছে। কিছু শিশুর অবস্থা এতটাই খারাপ ছিল যে, তাদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিতে হয়।’

মুক্তির দুই দিন পর, বেঁচে যাওয়া দুই ব্যক্তি তাদের পরিবার নিয়ে বাংলাদেশে পালিয়ে যান। তারা জানান, আরাকান মিলিশিয়ার শাসনের অধীনে জীবনযাপন অসহনীয় হয়ে উঠেছে।

আরাকান আর্মি দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালিয়ে আসছে। বিভিন্ন মিথ্যা অভিযোগে তাদের বাড়িঘর দখল করা হচ্ছে, মূল্যবান সম্পদ বাজেয়াপ্ত করা হচ্ছে, এবং তাদেরকে জোরপূর্বক বসতি ছেড়ে পালাতে বাধ্য করা হচ্ছে। এছাড়াও, প্রতিটি রোহিঙ্গা গ্রামে প্রবেশ ও প্রস্থান করতে নিরাপত্তা চৌকির মাধ্যমে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উল্লেখ্য যে, আরাকান আর্মি ২০২৩ সালের নভেম্বরে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। বর্তমানে ১৭টি শহরের মধ্যে তারা ১৪টি দখল করে নিয়েছে।


তথ্যসূত্র:
1. Arakan: 21 Rohingya Released After Brutal Torture; Child and Man Killed While Fleeing
– https://tinyurl.com/895rf72z

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফের তিস্তার পানি বৃদ্ধিতে প্লাবিত লালমনিরহাটের ১০ ইউনিয়ন, পানিবন্দি ২০ হাজার পরিবার
পরবর্তী নিবন্ধবর্বর ইসরায়েলি হামলায় গাজার ৯০ শতাংশ এলাকা এখন ধ্বংসস্তূপ