
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি চলার মধ্যেই ১৪ অক্টোবর, মঙ্গলবার পাঁচজন ফিলিস্তিনিকে গুলি করে শহীদ করেছে দখলদার ইসরায়েল।
জিম্মি ও বন্দি মুক্তিসহ বিভিন্ন শর্ত পূরণের লক্ষ্যে যুদ্ধবিরতি চলছে দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে। ইতোমধ্যে মিশরে বিভিন্ন দেশের নেতাদের উপস্থিতিতে সই হয়েছে গাজা শান্তি চুক্তি। এরই ধারাবাহিকতায় সর্বশেষ রবিবার ও সোমবার জিম্মি ও বন্দি মুক্তি হয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে। ফলে বিরাজ করছে উৎসবের মতো পরিস্থিতি। ঠিক এমন অবস্থায় আবারও গাজায় হামলা শুরু করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল। যুদ্ধবিরতির অন্যতম লক্ষ্য যে ছিল ‘যুদ্ধ বন্ধ’ সেটি আবারও প্রশ্নবিদ্ধ হওয়ার পথে।
১৪ অক্টোবর, মঙ্গলবার আল জাজিরার খবরে বলা হয়, গাজা সিটিতে ইসরায়েলি বাহিনী ৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজা সিটির শুজাইয়া পাড়ায় তাদের গুলি করে হত্যা করা হয়।
গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু এর মধ্যেই পুরোনো রুপে ফিরে গেছে সন্ত্রাসী ইসরায়েলি সেনারা।
তথ্যসূত্র:
1.Israeli forces kill 5 Palestinians in Gaza City
– https://tinyurl.com/yvnb552j


