কাবুল-অমৃতসর সরাসরি বিমান ফ্লাইট চালু, আফগান-ভারত বাণিজ্য সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা

0
286

আফগানিস্তান ও ভারতের মধ্যে নতুন একটি বিমান করিডোর চালুর উদ্যোগ নেয়া হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুল এবং ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরের মধ্যে শীঘ্রই এই করিডোরের সূচনা হবে। ফলে এই দুই অঞ্চলের মধ্যে যাত্রী ও কার্গো ফ্লাইটের যোগাযোগ প্রতিষ্ঠিত হবে, যা দ্বিপাক্ষিক বাণিজ্য ও সংযোগের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

পাকিস্তান কর্তৃক আটারি-ওয়াঘা স্থলপথ বন্ধ থাকায় বছরের বছর ধরে আফগান ব্যবসায়ীগণ ভারতের বাজারে কার্যকরভাবে প্রবেশ করতে পারে নি। নতুন এই বিমান সংযোগের ফলে আফগান পণ্য এখন সরাসরি ভারতে পৌঁছাতে পারবে।

এই উদ্যোগের লক্ষ্য হল আফগান পণ্য যেমন শুকনো ফল, জাফরান, কার্পেট, রত্নপাথর ইত্যাদি ভারতে রপ্তানির জন্য পরিবহন সহজ করা। আঞ্চলিক বাণিজ্য বিধিনিষেধের কারণে দীর্ঘদিন ধরে এই পরিবহন বাধার সম্মুখীন হয়েছিল। তাই এই পদক্ষেপ দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন একটি অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।

সরাসরি বিমান ফ্লাইট বাণিজ্যের পাশাপাশি দক্ষিণ ও মধ্য এশিয়ার মধ্যে আঞ্চলিক সহযোগিতার ভিত্তি স্থাপন করবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. Direct Kabul–Amritsar flights mark new phase in Afghanistan–India trade relations
– https://tinyurl.com/2nn3ewzm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধবিরতির পরেও গাজায় পাঁচ ফিলিস্তিনিকে শহীদ করল সন্ত্রাসী ইসরায়েল
পরবর্তী নিবন্ধইমারতে ইসলামিয়ার অভ্যন্তরে পাকিস্তানের পুনরায় সন্ত্রাসী হামলা: শহীদ কমপক্ষে ১২ জন বেসামরিক নাগরিক, পাল্টা আক্রমণ তালিবান মুজাহিদদের