পিটিয়ে হত্যা করা ২ দিন পর ৩ বাংলাদেশিকে ফেরত দিল ভারত

0
50

ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করার ২ দিন পর লাশ ফেরত দিয়েছে ভারত।

গত ১৬ অক্টোবর সন্ধায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কেদারাঘাট সীমান্ত দিয়ে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়। এসময় ভারতের খোয়াই থানার অফিসার ইনচার্জ ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিল।

নিহতরা হলেন- উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসুল্লা এলাকার কনা মিয়ার ছেলে পন্ডিত মিয়া (৪৯), কবিলাসপুর এলাকার কুদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া (২৫) এবং আলীনগর এলাকার আশ্রব উল্লার ছেলে জুয়েল মিয়া (৩০)।

উল্লেখ্য, মঙ্গলবার একসাথে ৩ জন বিড়ির পাতা সংগ্রহের জন্য পাহাড়ে গিয়েছিল, ভুলবশত তারা ভারত সীমান্তে চলে যান। এরপর থেকে তিন জন নিখোঁজ ছিলেন। পরে জানা যায়, ভারতীয়রা তাদেরকে পিটিয়ে হত্যা করে।


তথ্যসূত্র:
1. পিটিয়ে হত্যা করা তিন বাংলাদেশিকে ফেরত দিল ভারত
– https://tinyurl.com/ye2jzxny

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজিপুরে ৫ম শ্রেনির মাদরাসা ছাত্রীকে বাসায় আটকে রেখে ৩ দিন ধরে ধর্ষণ করল হিন্দু চক্র
পরবর্তী নিবন্ধওরাকজাই এজেন্সিতে ইত্তেহাদুল মুজাহিদিনের পাল্টা আক্রমণে অন্তত ৯ সৈন্য নিহত, আহত ৬ এরও অধিক