হিন্দু ছাত্রের ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি; মাত্র এক বছরের কারাদণ্ড দিলো প্রশাসন

0
67

ইসলাম ধর্ম ও নবী-রাসুলকে নিয়ে কটূক্তির করায় সিরাজগঞ্জের রায়গঞ্জে গৌরব কুমার হালদার নামের এক শিক্ষার্থীকে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বহিষ্কার ও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

জানা যায়, গৌরব কুমার হালদার গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিল। সম্প্রতি সে তার ফেসবুক আইডিতে আল্লাহ তা’য়ালা ও হযরত আদম আলাইহিস সালাম-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করে।

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় গৌরব কুমার হালদারকে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বহিষ্কার করা হয়। এবং তাকে এক বছরের কারাদণ্ডও দেয়া হয়।

ধর্ম অবমাননার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করে রেখেছে প্রশাসন।


তথ্যসূত্র:
1. ধর্ম নিয়ে কটূক্তি, শিক্ষার্থীকে বহিষ্কার ও কারাদণ্ড
– https://tinyurl.com/5cc7y83y

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভাড়া বাসা থেকে রূপপুর প্রকল্পের দোভাষীর লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধসাভারে দুই খ্রিস্টান আর এক হিন্দু যুবক মিলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ