ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের প্রশাসনিক ও সামরিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন

0
257

আমীরুল মু’মিনীন শাইখুল হাদিস মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ ইমারতে ইসলামিয়ার প্রশাসন ও সামরিক কাঠামোয় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এক ফরমান জারি করেছেন। নতুনভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা দেশের প্রাদেশিক প্রশাসন ও সামরিক কমান্ড কাঠামোর কেন্দ্রবিন্দুতে দায়িত্ব পালন করবেন। এই নিয়োগগুলো ইমারাতে ইসলামিয়ার প্রশাসনিক পুনর্গঠন, নেতৃত্বের পুনর্বিন্যাস এবং রাষ্ট্র পরিচালনায় আরও সমন্বিত কাঠামো গড়ে তোলার এক কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

নবঘোষিত নিয়োগ অনুযায়ী, বাদাখশন প্রদেশের সাবেক গভর্নর ক্বারি মোহাম্মদ আয়ুব খালিদ এখন ২১৫ “আল-আমজ” সেনা কর্পসের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন।

হেলমান্দ প্রদেশে এই কর্পসের পূর্বতন কমান্ডার মাওলানা শরাফুদ্দিন তাকী-কে পদোন্নতি দিয়ে ২১৭ “উমরী” সেনা কর্পসের কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একই সঙ্গে, ২১৭ উমরী কর্পসের সাবেক কমান্ডার মাওলানা আমানুদ্দিন মানসুর-কে হেলমান্দ প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া, সীমানা ও উপজাতি বিষয়ক মন্ত্রণালয়ের পরিদর্শন বিভাগের সাবেক উপপরিদর্শক মৌলভী মোহাম্মদ ইসমাইল বাদাখশন প্রদেশের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন।

জাবুল প্রদেশের সাবেক গভর্নর মৌলভী ইনায়াতুল্লাহ শুজা-কে সীমানা ও উপজাতি বিষয়ক মন্ত্রণালয়ের পরিদর্শন বিভাগের উপপ্রধান করা হয়েছে।

অন্যদিকে, হেলমান্দ প্রদেশের সাবেক গভর্নর মৌলভী আবদুর রহমান কুন্দুজি এখন দায়কুন্দি প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন।


তথ্যসূত্র:
1. بر اساس حکم عالیقدر امیرالمؤمنین حفظه‌الله تعالی، تقرری‌های ذیل صورت گرفت:
– https://tinyurl.com/22xuy5sv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসাভারে দুই খ্রিস্টান আর এক হিন্দু যুবক মিলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ
পরবর্তী নিবন্ধপাকিস্তানের সামরিক কর্মকাণ্ড ট্রাম্পের নির্দেশে চলে: তালিবান স্বরাষ্ট্র উপমন্ত্রী