
ভারতের আসামের করিমগঞ্জে অবৈধ স্থাপনার অভিযোগ তুলে বুলডোজার দিয়ে অভিযান চালায় স্থানীয় উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন। সোমবার (১৩ অক্টোবর) এই অভিযান চালানো হয়। এসময় মুসলিমদের বাড়ী-ঘর, মসজিদসহ অনেক স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও তে দেখা যায়। একটি বুলডোজার দিয়ে স্থানীয় মুসলিমদের বাড়িঘর ও অন্যান্য স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে। এসময় মসজিদসহ অনেক স্থাপনাও গুড়িয়ে দেওয়া হয়।
চোখের সামানে নিজের বসতবাড়ি গুড়িয়ে দেওয়ার দৃশ্য দেখে অসহায়ভাবে হাউ-মাউ করে কান্না করছিলেন ভুক্তভোগী মুসলিমরা।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2aruvhmz


