যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে সন্ত্রাসী ইসরায়েলের বিমান হামলা: শহীদ ৯৭ ফিলিস্তিনি

0
93

গাজায় ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দখলদার ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত অন্তত ৯৭ ফিলিস্তিনিকে শহীদ করেছে এবং ২৩০ জন আহত হয়েছেন। রবিবার (১৯ অক্টোবর) এক দিনেই ৪৪ জনকে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল।

গাজা সরকারের গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে জানায়, যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী ৮০ বার চুক্তি লঙ্ঘন করেছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন। শুধুমাত্র রবিবারই (১৯ অক্টোবর) ২১টি বার চুক্তি ভঙ্গের ঘটনা ঘটেছে বলে জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি বাহিনী সরাসরি বেসামরিক নাগরিকদের ওপর গুলিবর্ষণ, বোমাবর্ষণ, ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে হামলা, “আগুনের বেল্ট” সৃষ্টি এবং বেসামরিক নাগরিকদের গ্রেপ্তারসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ড চালিয়েছে।

এছাড়াও, এসকল হামলায় ব্যবহার করা হয়েছে সামরিক যান, ট্যাংক, রিমোট-নিয়ন্ত্রিত টার্গেটিং সিস্টেমযুক্ত ইলেকট্রনিক ক্রেন, যুদ্ধবিমান ও কোয়াডকপ্টার ড্রোন।

গাজার সবগুলো প্রদেশেই এই যুদ্ধ বিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যা প্রমাণ করে যে, ইসরায়েলি বাহিনী অস্ত্রবিরতি মেনে চলছে না এবং ফিলিস্তিনি জনগণের ওপর হত্যা ও সন্ত্রাসের নীতি অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত এক পরিকল্পনার ভিত্তিতে হামাস ও ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি ১০ অক্টোবর থেকে কার্যকর হয়।


তথ্যসূত্র:
1. Israel kills 97 Palestinians in ceasefire violations: Gaza government
– https://tinyurl.com/mp5dwzr4
2. 44 Palestinians killed by Israeli army gunfire and bombardment across Gaza since dawn today
– https://tinyurl.com/yhwda8mf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডে রপ্তানি খাতে এক বিলিয়ন ডলারের ক্ষতি
পরবর্তী নিবন্ধপুল‌ওয়ামা জেলায় হিন্দুত্ববাদী বিজেপি সরকারের অভিযানের মাঝেই পুড়ে ছাই আর‌ও একটি মাদ্রাসা; স্থানীয়রা বলছেন পরিকল্পিত