
নারায়ণগঞ্জের বন্দরে কৌশলে বাসায় এনে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের কনস্টেবল রুহুল আমিনকে (৪১) গ্রেফতার করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গত ২১ অক্টোবর বিকালে তাকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। রুহুল আমিন ডিএমপির ধানমন্ডি ট্রাফিক ডিভিশনে কর্মরত ছিল।
শিশুটির বাড়ি মাদারীপুর জেলায়। সে ঢাকার কলাবাগানে একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতো। গত ২১ অক্টোবর তার চাচা ধর্ষণের অভিযোগে বন্দর থানায় মামলা করেন বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়, সোমবার দুপুরে শিশুটি রাজধানীর কলাবাগান লেক সার্কাস এলাকার তার মামার বাড়ি থেকে কাউকে না জানিয়ে বের হয়। পথে ট্রাফিক কনস্টেবল রুহুল আমিনের সঙ্গে দেখা হলে তিনি কৌশলে শিশুটিকে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় তার ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন।
পরে মেয়েটিকে নিয়ে পুনরায় ঢাকার উদ্দেশে রওনা দিলে শহরের ২ নাম্বার রেলগেট এলাকায় শিশুটি চিৎকার শুরু করে। স্থানীয়রা তখন রুহুল আমিনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। পরে বন্দর থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
তথ্যসূত্র:
1. কৌশলে বাসায় এনে ১২ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশ সদস্য কারাগারে
– https://tinyurl.com/mrcrpnrv


