ভারতের এজেন্ট ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

0
117

রাজধানীতে ভারতের এজেন্ট ও হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে গতকাল (২৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সর্বস্তরের তাওহীদী জনতা’র উদ্দোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির সভাপতিত্ব করেন মাওলানা মুহাম্মাদ ইসহাক খান, এবং সঞ্চালনা করেন মুফতি শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবু তাসমিয়া আহমদ রফিক ও মাওলানা মাহমুদুল হাসান গুনভি।

এছাড়া বক্তব্য রাখেন মাওলানা আলতাফ হোসেন,মাওলানা শের মোহাম্মদ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ইউসুফ আহমদ ও মাওলানা আনিসুর রহমান, সহ আরও অনেকে।

বক্তারা ইস্কনকে একটি ‘উগ্র হিন্দুত্ববাদী ও সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে সংগঠনটি দ্রুত নিষিদ্ধ করার দাবি জানান।

প্রধান বক্তা ড. মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, ‘যেভাবে অপরাধে জড়িত থাকার কারণে আওয়ামী লীগের মতো দল নিষিদ্ধ করা হয়েছে , যেভাবে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অন্যায়ের কারণে বিচারের আওতায় আনা হয়েছে, ঠিক সেভাবেই ইস্কনের মতো উগ্র সংগঠনকেও আইনের আওতায় আনতে হবে। তারা এ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে, সারাদেশে ব্যাপক আকারে ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে যাচ্ছে, দেশের বিভিন্ন স্থানে ইসলামী নেতৃবৃন্দ ও ইমাম-খতিবদের উপর হামলা চালিয়েছে, এমনকি গাজীপুরে গুমের ঘটনায়ও তাদের সম্পৃক্ততা রয়েছে।’ তাই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সরকার যেন এই সন্ত্রাসী সংগঠনকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করে।

বক্তারা আরও বলেন, দেশে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ইস্কন নিষিদ্ধ ঘোষণা করা ছাড়া আর কোনো বিকল্প নেই।

সভাপতি মাওলানা মুহাম্মাদ ইসহাক খান বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের সময়ে যে সকল স্বৈরাচারের দালাল, দেশ বিরোধী ইসকন সদস্য পুলিশ, গোয়েন্দা এবং প্রশাসনের বিভিন্ন স্তরে ঢুকে ছিলো তারা এখনো বহাল রয়েছে। এ কারণেই সন্ত্রাসী ইসকনের সদস্য যখন ধর্ষণ করে তখন তার পক্ষেই পুলিশের পক্ষ থেকে পর্যন্ত বিবৃতি দেয়া হয় এবং ধর্ষণের ঘটনাকে প্রেমের সম্পর্ক বলে অপরাধকে ছোট করে ধর্ষককে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। আমরা অনতিবিলম্বে এই বিবৃতি প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি বিভিন্ন স্তরে ঘাপটি মেরে থাকা ইসকন সদস্য ও আওয়ামী ফ্যাসিবাদের দালালদের বের করে বিচারের সম্মুখীন করতে হবে। সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে।’

এক পর্যায়ে উক্ত বিক্ষোভ মিছিল, বায়তুল মোকাররম উত্তর গেইটে গিয়ে সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়।


তথ্যসূত্র:
1. ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
– https://tinyurl.com/yj3w4w8e

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনিখোঁজ মুফতি মহিবুল্লাহকে অপহরণকারীরা উলঙ্গ করে ফেলে রেখেছিল
পরবর্তী নিবন্ধমোহাম্মদপুরের দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষের মাঝে পড়ে এক যুবক নিহত