
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণ করেছে যুবদল নেতা মশিউর রহমান রাঙ্গাসহ (৪৩) তিনজন। এ ঘটনায় গত ২৫ অক্টোবর রাতে ধর্ষণের শিকার ওই গৃহবধূ গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন।
জানা যায়, অভিযুক্ত রাঙ্গা গোবিন্দগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। বাকি দুই আসামির একজন জব্বারুল ইসলাম (১৯) এবং অপরজন অজ্ঞাতনামা।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ডাবরঘরা গ্রামে ওই গৃহবধূকে (২২) রাঙ্গাসহ অন্য আসামিরা দলবদ্ধভাবে ধর্ষণ করে। পরে সমাজের মুরব্বিদের পরামর্শে থানায় মামলা করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) পবিত্র কুমার জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।’
তথ্যসূত্র:
1. গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা
– https://tinyurl.com/4ze3tuay


