চাঁদপুরের হাজিগঞ্জে ‘আমার মদ খাওয়ার লাইসেন্স আছে’ বলা তরুণী সহ দুইজন আটক

0
146

গত ২৯ অক্টোবর চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশ চেকপোস্টে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাজা ও ১ বোতল ফেন্সিডিলসহ যুথি ও রবিউল করিম নামে দুইজনকে আটক করেছে। এ সময় তাদের বহন করা প্রাইভেটকার এক্সিও (ঢাকা মেট্রো জ-২৯-২০৯৫) জব্দ করা হয়।

আটক যুথি নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার চাকলাকান্দা গ্রামের আব্দুর রহমানের মেয়ে। বর্তমানে সে মিরপুর-১২ পল্লবী থানা এলাকায় বসবাস করে।

অপর আটক রবিউল করিম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা গ্রামের মতিন মুন্সীর ছেলে। সে যুথির বন্ধু।

পুলিশ জানায়, নিজেকে একজন ডান্সার হিসেবে পরিচয় দেওয়া যুথি বলেছে, ‘আমি মদ খাই, আমার লাইসেন্স আছে।’ ঢাকা থেকে চাঁদপুরে ঘুরতে এসেছে, সেজন্য এগুলো সাথে এনেছে।

এ ঘটনায় হাজীগঞ্জ থানার এস.আই সাজ্জাদ হোসেন মাদক আইনে মামলা দায়ের করেছেন। মামলা নং-২৩, তারিখ ২৯/১০/২০২৫।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ভোর রাত ৪ টায় চেকপোস্ট পরিচালনার সময় প্রাইভেটকারে তল্লাশি চালালে তাদের কাছে ইয়াবা ও ফেন্সিডিল পাওয়া যায়। তাদেরকে আটক করার পাশাপাশি গাড়িও জব্দ করা হয়েছে। এছাড়াও মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।


তথ্যসূত্র:
1. হাজীগঞ্জে মাদকসহ আটক ২, তরুণী বললেন, ‘আমার মদ খাওয়ার লাইসেন্স আছে’
– https://tinyurl.com/mdnkskvr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসম্ভাবনাময় জলপাই শিল্পে নানগারহার প্রদেশে নতুন দিগন্ত
পরবর্তী নিবন্ধযুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে সন্ত্রাসী ইসরায়েলের হামলায় দুই দিনেই শহীদ ১০৪ ফিলিস্তিনি; বেশিরভাগই নারী ও শিশু