উত্তরপ্রদেশে মিথ্যা মামলায় ১৭ বছর জেল খাটার পর ০৫ মুসলিমকে নির্দোষ রায় আদালতের

0
83

মিথ্যা মামলায় ১৭ বছর জেল খাটার পর ০৫ মুসলিমকে নির্দোষ ঘোষণা করে মুক্তি দিয়েছে ভারতীয় আদালত। উত্তরপ্রদেশের এলাহবাদ হাইকোর্ট গত বুধবার ( ২৯ অক্টোবর) এই রায় ঘোষণা করে। ২০০৭ সালে সিপিআরএফ ক্যাম্প আক্রমণের অভিযোগে তাদের আটক করা হয়েছিল। এই মামলাটিকে ‘ন্যায় বিচারের গর্ভপাত’ বলে আখ্যা দেওয়া হয়েছে।

বিচারপতি সিদ্ধার্থ ভার্মা ও জাস্টিস নারাইন মিশ্রার নেতৃত্বে পাঁচ সদস্যের বিচারকদের একটি দল এর আগে এই মামলায় ভুক্তভোগী মুসলিমদেরকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে। এই রায়ে বলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় রাষ্ট্র-পক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে কোনও প্রমাণ হাজির করতে পারেনি। রাষ্ট্র-পক্ষ মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে।

ভুক্তভোগীদের অস্ত্র-আইন মামলায় দশবছর করে সাজা দেওয়া হয় এবং এক লক্ষ টাকা জরিমানা করা হয়। কিন্তু তার আগে তারা ইতোমধ্যেই ১৭ বছর বিনা বিচারে জেল খেটেছেন।

মামলার রায়ের ১৮৫ নং পৃষ্ঠায় বলা হয়, মামলার তদন্ত কর্মকর্তারা তাদের কাজে গুরুতর ভুল করেছে। ফলে ভুক্তভোগী মুসলিমদের এর খেসারত দিতে হয়েছে। এছাড়াও আদালত ত্রুটিপূর্ণ তদন্তের জন্য দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও রাষ্ট্রকে নির্দেশ দিয়েছে।

খালাস প্রাপ্ত মুসলিমরা হলেন, মুহাম্মাদ শরীফ, সাবাহউদ্দীন, ইমরান শাহজাদ, মুহাম্মদ ফারুক ও জঙ্গ বাহাদুর খান। ভুক্তভোগী মুসলিমরা ইতোমধ্যে ১৭ বছর বিনা অপরাধে জেল খেটেছেন।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০০৭ সালে একটি হামলায় বেশ কিছু সিপিআরএফ সৈন্য নিহত হয়। ওই ঘটনায় ০৫ মুসলিমকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়। পরে ২০১৯ সালে একটি সেশন কোর্ট ০৫ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল।


তথ্যসূত্র:
1. After 17 years, Allahabad High Court acquits five in 2007 Rampur attack case
– https://tinyurl.com/rfann4n6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাজধানী বামাকোয় মুজাহিদদের শ্বাসরুদ্ধ অবরোধ: অবিলম্বে মালি ছাড়ার আহ্বান ১৪টি দেশের নাগরিকদের
পরবর্তী নিবন্ধজম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী ইসরায়েলি দখলদারিত্ব নীতি বাস্তবায়ন করছে দখলদার ভারত