কাবুলে একটি অ্যাপার্টমেন্ট প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করল ইমারতে ইসলামিয়ার সংশ্লিষ্ট অধিদপ্তর

0
111

৮ নভেম্বর, শনিবার কাবুল শহরের ১৫ নম্বর নাহিয়া এলাকায় অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট আনুষ্ঠানিকভাবে তার প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাড়ি ও সম্পত্তি অনুসন্ধান ও তত্ত্বাবধান অধিদপ্তরের দেয়া তথ্যানুযায়ী, নথিপত্র যাচাই ও মালিকানা নিশ্চিত হওয়ার পর স্থানীয় প্রতিনিধি ও নিরাপত্তা কর্মকর্তাদের উপস্থিতিতে অ্যাপার্টমেন্টটি তার প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা মৌলভী লাল মুহাম্মদ বুরহানি হাফিযাহুল্লাহ জানান, প্রায় তিন বছর আগে এই অ্যাপার্টমেন্টটি অবৈধ দখল প্রতিরোধ এবং সম্পদের নিরাপত্তার জন্য সিলগালা করা হয়েছিল। পরবর্তীতে নথি যাচাই ও মালিকানা নিশ্চিত হওয়ার পর সেটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

অ্যাপার্টমেন্ট এর প্রকৃত মালিক পারওয়ান প্রদেশের বাসিন্দা আব্দুল কাইয়ুম হামিদি বাড়ি ও সম্পত্তি অনুসন্ধান ও তত্ত্বাবধান অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ইমারতে ইসলামিয়ার এই অধিদপ্তরটি ইতোমধ্যে বহু বাড়ি ও অ্যাপার্টমেন্ট যাচাই-বাছাইয়ের পর তাদের বৈধ মালিকদের কাছে হস্তান্তর করেছে, এবং এই কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।


তথ্যসূত্র:
1.یو باب اپارتمان د کابل ښار پنځلسمه ناحیه کې خپل اصلي مالک ته وسپارل شو
– https://tinyurl.com/36vdm69x

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনিজেদের প্রযুক্তি নিয়ে অহংকারী হবেন না: পাক প্রতিরক্ষামন্ত্রীর উদ্দেশ্যে ইমারতে ইসলামিয়ার সীমান্ত বিষয়ক মন্ত্রী’
পরবর্তী নিবন্ধটঙ্গীর উড়াল সড়কের নিচ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার