রাজধানীতে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলি, নিহত ১

0
60

রাজধানীর পুরানো ঢাকায় ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিনের বেলায় প্রকাশ্যে গুলিতে নিহত হয়েছেন তারিক সাঈদ মামুন নামে এক ব্যক্তি। সোমবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকালে হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পথচারীরা দৌড়ে পালিয়ে যায়। পরে দেখা যায়, এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো ভাই হাফিজ জানান, মামুন একজন সাধারণ মানুষ। তিনি কোনো রাজনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন না। ‘আমরা বুঝতে পারছি না, কারা এবং কেন তাকে হত্যা করল’।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, এখনো শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারছি না, খুনি কারা। তবে প্রাথমিক তথ্যে শীর্ষ সন্ত্রাসী ইমন ও পিচ্চি হেলালের মধ্যকার দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে মনে হচ্ছে।

এদিকে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি দৌড়ে ন্যাশনাল মেডিকেল কলেজের গেইটের ভেতরে ঢোকার চেষ্টা করছে। এ সময় মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা দুই যুবক পেছন থেকে পিস্তল তাক করে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন মামুন।

পুরান ঢাকার জনবহুল এলাকায় দিনের আলোয় এমন গুলির ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, হাসপাতালের মতো সংবেদনশীল জায়গার সামনে প্রকাশ্যে গুলিচালনা শহরের নিরাপত্তা নিয়ে হুমকি।


তথ্যসূত্র:
1. রাজধানীতে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলি, নিহত ১
– https://tinyurl.com/jbsksdaf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআঙ্গুল কেটে নিয়ে গেলো প্রতিপক্ষ, কিশোর গ্যাংয়ের দফায় দফায় সংঘর্ষ
পরবর্তী নিবন্ধবুথিডং কারাগারে রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে আরাকান আর্মি