ভারতীয় দখলদার বাহিনী আবারও কাশ্মীরে ভয়াবহ দমন অভিযান চালিয়েছে। স্বাধীনতাকামী কাশ্মীরিদের দমন ও ভয় দেখানোর লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় শ্রীনগর, ইসলামাবাদ, সোপোর, কুলগাম, হান্দওয়ারা ও আশপাশের এলাকায় নির্বিচারে অভিযান চালিয়ে অন্তত ৫০০-রও বেশি নিরীহ নাগরিককে আটক করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।
গত ৯ নভেম্বর কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, এ অভিযানে ঘরবাড়ি ঘেরাও করে তল্লাশি চালানো হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়।
ভারতীয় বাহিনীর দাবি আটক ব্যক্তিরা কাশ্মিরের স্বাধীনতাকামী নেতা-কর্মীদের আত্মীয়স্বজন বা স্বাধীনতাকামীদের প্রতি সহানুভূতিশীল ব্যক্তি। তবে স্থানীয়রা জানিয়েছেন, দখলদার বাহিনী নিরীহ বেসামরিক মুসলিমদের ‘সন্ত্রাসী সহযোগী’ আখ্যা দিয়ে নির্বিচারে গ্রেফতার করছে।
অভিযানের সময় বহু বাড়িতে ডিজিটাল ডিভাইস, মোবাইল ফোন ও ব্যক্তিগত নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
তথ্যসূত্র:
1. Fresh wave of raids, detentions sweeps across Kashmir Valley
– https://tinyurl.com/4966hmxs


