
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন বানিয়ারচালা এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ২ ও সেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
আটক ব্যক্তিরা হল- ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান (২৮), দপ্তর সম্পাদক আকাশ (২৫) ও ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় জনতা ওই তিনজনকে সন্দেহ হলে তাদেরকে আটক করে। পরবর্তীতে তাদের ব্যাগ তল্লাশি করে একটি পেট্রোল বোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, আটককৃতদের থানা হেফাজতে নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তথ্যসূত্র:
1. পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ ও সেচ্ছাসেসবক লীগের তিন নেতা আটক
– https://tinyurl.com/2uyn7kam


