কান্দাহারে ১০০ গ্রীনহাউস উদ্বোধন: কৃষি উন্নয়নে নতুন দিগন্তের সূচনা

0
86

দক্ষিণ আফগানিস্তানের ঐতিহাসিক প্রদেশ কান্দাহারের কৃষি উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। প্রদেশের রাজধানী কান্দাহার শহর ও আশপাশের ১২টি জেলায় ১০০টি আধুনিক গ্রীনহাউস নির্মাণ প্রকল্প সম্পন্ন হয়েছে। ১২ নভেম্বর, বুধবার আনুষ্ঠানিকভাবে গ্রীনহাউস প্রকল্পটি উদ্বোধন করা হয়েছে।

কান্দাহার প্রদেশের কৃষি, সেচ ও পশুপালন বিভাগ ১২.১৬ মিলিয়ন আফগানি ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।

কান্দাহার প্রাদেশিক কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, এই প্রকল্পের লক্ষ্য স্থানীয় কৃষকদের জন্য টেকসই আয়ের উৎস সৃষ্টি করা এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ঘটানো।

নিয়ন্ত্রিত পরিবেশে ফসল উৎপাদনের জন্য গ্রীনহাউসগুলোতে উন্নত সেচব্যবস্থা ও তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয়েছে। এটি সারা বছর ধারাবাহিকভাবে ফসল উৎপাদন নিশ্চিত করতে সহায়তা করবে।


তথ্যসূত্র:
1. The construction of 100 greenhouses in Kandahar city and 12 districts
– https://tinyurl.com/y7cfkyz4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের গজনি প্রদেশে অবস্থিত পলিমেটালিক খনি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধইমারতে ইসলামিয়ার বিদ্যুৎ খাতে ৪ মেগাওয়াট জলবিদ্যুৎ ড্যাম উদ্বোধন