
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। তবে এর সমালোচনা করেছে তার ছেলে সজীব ওয়াজেদ জয়। হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের প্রতি কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করেছে জয়।
১৯ নভেম্বর বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সে বলেছে, ‘ভারত আমার মায়ের জীবন বাঁচিয়েছে।’ শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে জয়। তার দাবি, জঙ্গিরা তাকে (শেখ হাসিনা) হত্যার পরিকল্পনা করছে।
সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপের বিষয়টি খারিজ করে দিয়েছে জয়। একই সাথে বাংলাদেশ থেকে কথিত সন্ত্রাসবাদের হুমকি সম্পর্কে নয়াদিল্লিকে সতর্ক করেছে সে।
এ সময় হাসিনাকে বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধের বৈধতা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে জয়। একই সঙ্গে তার মায়ের বিরুদ্ধে মামলায় বিচারিক রীতিনীতি লঙ্ঘনের অভিযোগ আনে সে।
সাক্ষাৎকারে জয় দাবি করে বলেছে, ‘তারা (অন্তর্বর্তী সরকার) বিচারের আগেই ১৭ জন বিচারককে বরখাস্ত করেছে, সংসদীয় অনুমোদন ছাড়াই অবৈধভাবে আইন সংশোধন করেছে এবং তার (শেখ হাসিনা) আইনজীবীদের আদালতের কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে। যখন কোনো যথাযথ প্রক্রিয়া থাকে না, তখন কোনো দেশই প্রত্যর্পণ করবে না।’
জয় আত্মবিশ্বাসী যে, বাংলাদেশে যথাযথ আইনি প্রক্রিয়ার অভাবের বিষয়টির উল্লেখ করে ভারতীয় কর্তৃপক্ষ প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করবে।
সাক্ষাৎকারে শেখ হাসিনার নাটকীয় পলায়নের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে জয় তার মায়ের জীবন বাঁচানোর জন্য ভারতকে কৃতিত্ব দেয়। সে বলেন, ‘ভারত মূলত আমার মায়ের জীবন বাঁচিয়েছে। যদি তিনি বাংলাদেশ ছেড়ে না যেতেন, তাহলে তাকে হত্যার পরিকল্পনা ছিল জঙ্গিদের।’
জয়ের দাবি, শেখ হাসিনার আমলে দোষী সাব্যস্ত কথিত ‘হাজার হাজার সন্ত্রাসী’ কে মুক্তি দিয়েছে অন্তর্বর্তী ইউনূস সরকার। এছাড়া কথিত লস্কর-ই-তৈয়বা এখন বাংলাদেশে স্বাধীনভাবে কাজ করছে, যাদের স্থানীয় শাখার সঙ্গে দিল্লিতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার যোগসূত্র রয়েছে।
জয় আরও বলেছে, ‘আমি মনে করি প্রধানমন্ত্রী মোদী সম্ভবত বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদ নিয়ে খুব উদ্বিগ্ন’।
এছারাও সাক্ষাৎকারে জয় বেশ কিছু অদ্ভুত দাবি করে, যেমন জুলাই গণঅভ্যুত্থানের সময় জঙ্গিদের (ছাত্র জনতাকে) অস্ত্র সরবরাহ করেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। এবং বাংলাদেশে সরকার পরিবর্তন করতে বাইডেন প্রশাসন ইউএসএইডের মাধ্যমে লাখ লাখ ডলার ব্যয় করেছে।
তথ্যসূত্র:
1. ‘India saved my mother’s life’: Sheikh Hasina’s son rejects legitimacy of her extradition
– https://tinyurl.com/5b9355br


