
গত ১৮ নভেম্বর আফগানিস্তানের কান্দাহার প্রদেশে প্রথম কৃষিপণ্য গবেষণাগার উদ্বোধন করেছেন ইমারতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার হাফিযাহুল্লাহ। ২০ লক্ষ মার্কিন ডলার বিনিয়োগে গবেষণাগারটি নির্মিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে মোল্লা বারাদার হাফিযাহুল্লাহ বলেন, আফগানিস্তানে দীর্ঘদিন যাবত মাটি ও পানি পরীক্ষাগারের নির্ভরযোগ্য কোন ব্যবস্থাপনা ছিল না। এর ফলে দেশের কৃষি কার্যক্রম ব্যাহত হয়েছে, কৃষি উৎপাদন ও প্রবৃদ্ধি একটি পর্যায়ে সীমাবদ্ধ ছিল।
কান্দাহারে কৃষি গবেষণাগার চালুর এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে তিনি বর্ণনা করেছেন। দেশের কৃষিপণ্যের গুণমান, খাদ্য নিরাপত্তা ও গুরুত্ব বাড়াতে এটি ভূমিকা পালন করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
কৃষিপণ্যের গুণমান মূল্যায়ন, উদ্ভিদের রোগ নির্ণয় ও সারাদেশে মানসম্পন্ন কৃষি উৎপাদনের লক্ষ্যে অত্যাধুনিক এই ল্যাবটি সজ্জিত করা হয়েছে। ল্যাবরেটরির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বলেন, এই গবেষণাগারটি আন্তর্জাতিক মান বজায় রেখে নির্মিত হয়েছে। এখানে সায়েন্টিফিক ও টেকনিক্যাল ফিল্ডে একাধিক দৃষ্টিকোণ থেকে কৃষিপণ্য মূল্যায়ন করা সম্ভব হবে ইনশাআল্লাহ।
কর্মকর্তাগণ আরও বলেন, সাধারণভাবে উন্নতে মানের কৃষিপণ্য উৎপাদন করে থাকে আফগানিস্তান। তবে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি ও বিশ্ব বাজারে অবস্থান জোরদার করতে আন্তর্জাতিক মান ও ল্যাবটেস্টের নিয়ম মেনে চলা অপরিহার্য। তাই বৈশ্বিক চাহিদার সাথে সমন্বয় রেখে রপ্তানিযোগ্য কৃষিপণ্য যাচাই ও প্রত্যয়ন প্রদান করবে নতুন এই কৃষি গবেষণাগার।
তথ্যসূত্র:
1. Kandahar opens first agricultural testing lab
– https://tinyurl.com/6j63ks4s


