
গত ২০ নভেম্বর আফগানিস্তানের ঘোর প্রদেশে ২৮টি বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণ প্রকল্প উদ্বোধন করেছেন ইমারতে ইসলামিয়ার গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রী মোল্লা মুহাম্মদ ইউনুস আখুন্দযাদা হাফিযাহুল্লাহ। প্রদেশটির ৬টি জেলায় এই অবকাঠামোসমূহ বাস্তবায়িত হবে। এই প্রকল্পে ২৫ লক্ষ মার্কিন ডলার অর্থায়ন করা হচ্ছে।
প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন বিভাগের প্রাদেশিক প্রধান মোল্লা জিয়াউল্লাহ খাদেম হাফিযাহুল্লাহ ও সংশ্লিষ্ট জেলা গভর্নর। এছাড়া স্থানীয় কর্মকর্তাবৃন্দ, আলেম ও বাসিন্দাগণও এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।
উক্ত প্রকল্প বাস্তবায়নের সময় শত শত শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এছাড়া নির্মাণ কাজ সমাপ্ত হলে স্থানীয় বাসিন্দাগণ বিশুদ্ধ পানি ব্যবহারে সুবিধা লাভ করবে ইনশাআল্লাহ।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4arwbtrx


