
পাকিস্তানের সাথে বাণিজ্য নিষেধাজ্ঞার পর আফগানিস্তানের বাণিজ্যিক কর্মকাণ্ডে কোনও নেতিবাচক প্রভাব পড়েনি। ২৩ নভেম্বর এক বিবৃতিতে এই তথ্য তুলে ধরেছে ইমারাতে ইসলামিয়ার অর্থ মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, অন্যান্য প্রতিবেশী দেশ, আঞ্চলিক অংশীদার ও বৈশ্বিক বাজারে আফগানিস্তানের বাণিজ্য স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে। এছাড়া দেশের শুল্ক রাজস্ব আয় স্থিতিশীল রয়েছে, সকল সীমান্ত শুল্ক দপ্তরে বাণিজ্যিক পণ্য প্রক্রিয়াকরণ যথারীতি চলছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
ব্যবসায়ীদের বিকল্প রুটে বাণিজ্য কার্যক্রম স্থানান্তর করতে কাস্টমস পয়েন্টগুলোতে ব্যাপক সুযোগ-সুবিধা সম্পৃক্ত করা হয়েছে। এর উদ্দেশ্য হল পাকিস্তানের উপর নির্ভরতা হ্রাস করে সুষ্ঠুভাবে বাণিজ্য কার্যক্রম অব্যাহত রাখা।
বিকল্প করিডোরে বাণিজ্য জোরদারে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছে ইমারাতে ইসলামিয়ার অর্থ মন্ত্রণালয়। বাণিজ্য সেবা সম্প্রসারণ ও এই সংক্রান্ত প্রক্রিয়া সুবিন্যস্ত করার প্রচেষ্টা অব্যাহত রাখতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে উক্ত মন্ত্রণালয়।
তথ্যসূত্র:
1. Ministry of Finance: Afghanistan unaffected by suspension of trade with Pakistan
– https://tinyurl.com/bdffpa6z


