ইমাম আবু হানিফা (রহঃ) আন্তর্জাতিক প্রদর্শনী সমাপ্ত: সাত দিনে ৭০০ মিলিয়ন ডলারের চুক্তি

0
209

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে আফগানিস্তান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট-এর আয়োজনে ৪র্থ ইমাম আবু হানিফা(রহঃ) জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনী ২৩ নভেম্বর, রবিবার আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে। এবারের প্রদর্শনীতে প্রায় দশ লাখ দর্শনার্থীর সমাগম ঘটে এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের নির্বাহী প্রধান মোহাম্মদ ওয়ালি আমিনি জানিয়েছেন, “চতুর্থ ইমাম আবু হানিফা জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনী পূর্ববর্তী তিনটি আসরের তুলনায় উন্নত ছিল।” তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি এবং স্থানীয় পণ্যের বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রদর্শনী চলাকালীন স্থানীয় ব্যবসায়ীরা প্রায় আট কোটি আফগানি মূল্যের পণ্য বিক্রি করেছেন। দেশি প্রতিষ্ঠানের পাশাপাশি উজবেকিস্তান, ইরান, ভারত ও পাকিস্তানের প্রায় ৩০০ টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করে।

প্রদর্শনীর সমাপ্তি অনুষ্ঠানে বেশ কয়েকটি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে তাদের অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। আয়োজক, অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের প্রত্যাশা—এ ধরনের প্রদর্শনী নিয়মিত আয়োজন করা হলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং দেশীয় পণ্যের বাজার আরও বিস্তৃত হবে।


তথ্যসূত্র:
1. 4th Imam Abu Hanifa International Exhibition Concludes with $700M in Deals
– https://tinyurl.com/vtyvvtxr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাজধানীতে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে ৭ দফা দাবি পেশ
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে বিগত ৪ বছরে ১৩১৫টি নতুন শিক্ষা ভবন নির্মাণ ও ৩৫২৪টি শিক্ষা ভবন সংস্কার