আফগানিস্তানের ইসলামি ব্যবস্থাকে দুর্বল করার ষড়যন্ত্র চালাচ্ছে পশ্চিমা শক্তি: মুহাম্মদ খালিদ হানাফি

0
178

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রী মৌলভি মুহাম্মদ খালিদ হানাফি হাফিযাহুল্লাহ জানিয়েছেন, আফগানিস্তানের ইসলামী শাসনব্যবস্থাকে ভেঙে নিজেদের স্বার্থের অনুকূলে নতুন ব্যবস্থা প্রতিষ্ঠার ষড়যন্ত্র চালাচ্ছে পশ্চিমা শক্তি।

কাবুল গভর্নরের কার্যালয় এবং সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, পশ্চিমা শক্তিগুলো দীর্ঘদিন ধরে ইসলামী ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করছে এবং বর্তমানে আফগানিস্তানের ইসলামী শাসনব্যবস্থাকে ভেঙে নিজেদের স্বার্থের অনুকূলে নতুন ব্যবস্থা প্রতিষ্ঠার ষড়যন্ত্র চালাচ্ছে। এ সভায় সম্মানিত উলামায়ে কেরাম, ব্যবসায়ী, গণমাধ্যম প্রতিনিধি এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পশ্চিমা শক্তির ষড়যন্ত্র কে মোকাবেলা করতে মুহাম্মদ খালিদ হানাফি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে এবং যে কোনো সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে পেশ করতে হবে। তিনি আরও বলেন, “আসুন আমরা ঐক্যবদ্ধ হই যাতে শত্রু আমাদের মাঝে অনুপ্রবেশ করে বিভেদ সৃষ্টি করতে না পারে। আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ, আফগান জাতি আর প্রতারিত হবে না।”

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রশাসনিক উপদেষ্টা আবদুস সালাম হানাফি হাফিযাহুল্লাহ বলেন, অতীতে আফগানিস্তান বিভক্ত ক্ষমতার বলয়ে পরিণত হয়েছিল, কিন্তু ইমারতে ইসলামিয়া দেশকে সেই অবস্থা থেকে উদ্ধার করেছে। তিনি জানান, এক সময় উত্তর থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে ভ্রমণ করতে গেলে বিভিন্ন চেকপোস্টে দেখানোর জন্য সঙ্গে একাধিক পরিচয়পত্র বহন করতে হতো।

সভায় ইমারতে ইসলামিয়ার প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দ হাফিযাহুল্লাহ লিখিত বার্তায় জাতীয় ঐক্য ধরে রাখার গুরুত্ব তুলে ধরে বলেন—ঐক্যই ইসলামি ব্যবস্থার স্থায়িত্ব নিশ্চিত করে। এছাড়া অন্যান্য বক্তারাও দেশজুড়ে ইসলামি শরিয়া বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

উল্লেখ্য যে, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ সভায় সাংবাদিকদের ছবি তুলতে নিষেধ করা হয়।


তথ্যসূত্র:
1. Hanafi: West Seeks to Undermine Islamic System in Afghanistan
– https://tinyurl.com/273yf59t

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে বিগত ৪ বছরে ১৩১৫টি নতুন শিক্ষা ভবন নির্মাণ ও ৩৫২৪টি শিক্ষা ভবন সংস্কার
পরবর্তী নিবন্ধবুরকিনায় জান্তার ১০টি সামরিক ঘাঁটিতে জেএনআইএম এর হামলা: ৬টি সামরিক ঘাঁটি বিজয়