
স্বর্ণের খনিসহ নতুন নতুন খাতে বিনিয়োগকারী সংস্থাসমূহের জন্য ৫ বছরের কর ছাড়ের ঘোষণা জানিয়েছে ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রী মৌলভী নূরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে তিনি এই উদ্যোগের কথা তুলে ধরেন।
২৪ নভেম্বর ভারতে এসোসিয়েটেড চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি- কর্তৃক আয়োজিত ইন্টারেক্টিভ সেশনে তিনি এই ঘোষণা জানান।
আফগানিস্তানে বিনিয়োগে ব্যাপক সম্ভাবনার কথা তিনি ভারতীয় ব্যবসায়ীদের সামনে উপস্থাপন করেন। তিনি আশ্বস্ত করেন, আফগানিস্তানে বিদেশি ব্যবসায়ীরা খুব বেশি প্রতিযোগিতার সম্মুখীন হবেন না।
তিনি বিনিয়োগকারীদের প্রতি ইমারাতে ইসলামিয়ার সুবিধাসমূহ উল্লেখ করে বলেন, আফগানিস্তানে আপনারা শুল্ক সুবিধা পাবেন, আমরা জমি দিতে পারি। নতুন খাতে বিনিয়োগ করতে ইচ্ছুক কোম্পানিগুলোর জন্য পাঁচ বছরের কর ছাড় দেওয়া হবে। বিনিয়োগ প্রকল্পগুলোতে ব্যবহৃত যন্ত্রপাতি আমদানির উপর ভারতীয় সংস্থাসমূহকে কেবল ১% শুল্ক আদায় করতে হবে।
সোনার খনি প্রসঙ্গে তিনি বলেন, আফগানিস্তান প্রযুক্তিগতভাবে দক্ষ ও পেশাদার কোম্পানি খুঁজছে। খনিগুলোতে গবেষণা ও অনুসন্ধান পরিচালনা করতে দক্ষ টিম পাঠানোর জন্য আপনাদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। এরপর তারা কার্যক্রম শুরু করতে পারবে।
তবে তিনি শর্ত উল্লেখ করে বলেন, এই প্রক্রিয়াগুলোর দ্বারা যেন স্থানীয় বাসিন্দাগণ কর্মসংস্থান লাভের মাধ্যমে উপকৃত হয়।
ভিসা প্রক্রিয়া, বিমান করিডোর ও ব্যাংকিং চ্যানেলসহ বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে এমন ছোটখাটো সমস্যা সমাধানের করতে ভারতের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান মন্ত্রী আজিজি হাফিযাহুল্লাহ।
তথ্যসূত্র:
1. Afghanistan offers five-year tax exemption to Indian gold mining investors
– https://tinyurl.com/27hvxhfs


