ইমারাতে ইসলামিয়ার হেলমন্দ প্রদেশে এ বছর প্রায় ৩৫ টন মধু উৎপাদন

0
81

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে মধু উৎপাদন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। হেলমন্দের প্রাদেশিক কর্মকর্তা ও মৌ চাষীদের বরাতে জানা গেছে, বর্তমানে এ প্রদেশে ১৬০টিরও বেশি মধু উৎপাদন খামার রয়েছে এবং চলতি বছর মোট প্রায় ৩৫ টন মধু উৎপাদিত হয়েছে।

হেলমন্দের স্থানীয় প্রশাসন ও মৌ চাষিরা জানিয়েছেন, প্রদেশটির অনুকূল জলবায়ু, বিস্তৃত খোলা জমি এবং মধুর সন্তোষজনক দাম এই শিল্পকে আরও গতিশীল করেছে। এ প্রদেশে গত কয়েক বছরের তুলনায় মৌমাছি পালন খামারের সংখ্যা ও মধু উৎপাদন উভয়ই বৃদ্ধি পেয়েছে।

হেলমন্দে মৌমাছি পালনের এই অগ্রগতি স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি উন্নতমানের প্রাকৃতিক মধু সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুকূল পরিবেশ ও বাজারের এই ধারা অব্যাহত থাকলে আগামীতে উৎপাদন আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।


তথ্যসূত্র:
1. د هلمند د کرنې او مالدارۍ ریاست چارواکو او مچيو پالونکي وایي، چې په دغه ولایت کې له ۱۶۰ څخه ډېر د شاتو مچيو فارمونه فعالیت لري او د روان کال د شاتو تولید ۳۵ ټنو ته
– https://tinyurl.com/m82skvb6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপলাতক হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার পাওয়া গেছে
পরবর্তী নিবন্ধআঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সম্মেলনে অংশ নিতে তুরস্কে পৌঁছেছেন ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রী