
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে মধু উৎপাদন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। হেলমন্দের প্রাদেশিক কর্মকর্তা ও মৌ চাষীদের বরাতে জানা গেছে, বর্তমানে এ প্রদেশে ১৬০টিরও বেশি মধু উৎপাদন খামার রয়েছে এবং চলতি বছর মোট প্রায় ৩৫ টন মধু উৎপাদিত হয়েছে।
হেলমন্দের স্থানীয় প্রশাসন ও মৌ চাষিরা জানিয়েছেন, প্রদেশটির অনুকূল জলবায়ু, বিস্তৃত খোলা জমি এবং মধুর সন্তোষজনক দাম এই শিল্পকে আরও গতিশীল করেছে। এ প্রদেশে গত কয়েক বছরের তুলনায় মৌমাছি পালন খামারের সংখ্যা ও মধু উৎপাদন উভয়ই বৃদ্ধি পেয়েছে।
হেলমন্দে মৌমাছি পালনের এই অগ্রগতি স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি উন্নতমানের প্রাকৃতিক মধু সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুকূল পরিবেশ ও বাজারের এই ধারা অব্যাহত থাকলে আগামীতে উৎপাদন আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তথ্যসূত্র:
1. د هلمند د کرنې او مالدارۍ ریاست چارواکو او مچيو پالونکي وایي، چې په دغه ولایت کې له ۱۶۰ څخه ډېر د شاتو مچيو فارمونه فعالیت لري او د روان کال د شاتو تولید ۳۵ ټنو ته
– https://tinyurl.com/m82skvb6


