আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সম্মেলনে অংশ নিতে তুরস্কে পৌঁছেছেন ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রী

0
81

ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রী নূরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ এর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল গত ২৫ নভেম্বর রাষ্ট্রীয় সফরে তুরস্কে পৌঁছেছেন। সফরকালে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (ECO) এর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে তিনি অংশগ্রহণ করবেন।

এছাড়া আফগানিস্তানে বিনিয়োগে সুযোগ-সুবিধা উপস্থাপন করার উদ্দেশ্যে তুরস্কের বেসরকারি খাতের প্রতিনিধিদের সাথে তার বৈঠকের কথা রয়েছে। পাশাপাশি তিনি তুরস্কে অনুষ্ঠিতব্য হালাল বাণিজ্য প্রদর্শনী ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য যে, অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (ECO) হল একটি আঞ্চলিক অর্থনৈতিক সংস্থা। সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্য, সাংস্কৃতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সংস্থাটি কাজ করে থাকে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/y4va5zjb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার হেলমন্দ প্রদেশে এ বছর প্রায় ৩৫ টন মধু উৎপাদন
পরবর্তী নিবন্ধআবুল সরকারের সর্বোচ্চ আইনি শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব: ইসলামী দলগুলোর বিবৃতি