শতাধিক আ.লীগের নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে যোগ দিল বিএনপিতে

0
94

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছে। গতকাল (২৫ নভেম্বর) বিকালে মহিলা কলেজ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগদান করে।

কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুলের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করে ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু মুন্সীর নেতৃত্বে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী।

এ সময় সমাবেশে বিএনপিতে যোগদানকারী আওয়ামী লীগ নেতা ভাঙ্গা সরকারি কেএম কলেজের সাবেক ভিপি আকরামুজ্জান মিঠুর সভাপতিত্বে আরও উপস্থিত হয়ে বক্তব্য রাখে- বিএনপিতে যোগদানকারী জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ভাঙ্গা সরকারি কেএম কলেজের সাবেক জিএস লাভলু মুন্সী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর শেখ সৈয়াদ আলী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত মোল্লা, আওয়ামী লীগ নেতা ও ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জাফর মুন্সী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের লাভলু ফকির, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন মুন্সী, উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মজিবুর মুন্সীসহ আওয়ামী, যুবলীগ ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী। পরে তারা বিএনপিতে যোগদান করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না, ভাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীম ও সহ-সভাপতি ফারুকুজ্জামান ছট্টু প্রমুখ।


তথ্যসূত্র:
১। আ.লীগের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে
– https://tinyurl.com/33k5u2u8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআবুল সরকারের সর্বোচ্চ আইনি শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব: ইসলামী দলগুলোর বিবৃতি
পরবর্তী নিবন্ধনিরাপত্তা জোরদারে আফগানিস্তানের কাপিসা প্রদেশে আরও কয়েক ডজন সিকিউরিটি ক্যামেরা স্থাপন