
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দাবি করা মুক্তিপণ না পেয়ে মো. তাকবির (১৮) নামে এক তরুণকে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জে নাসিকের ৪ নম্বর ওয়ার্ডের বড় বাজার ওয়াপদা কলোনীর একটি পরিত্যক্ত চারতলা ভবনের নিচতলা থেকে তাকবিরের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত তাকবির একই ওয়ার্ডের নূর মুহাম্মদের ছেলে।
সে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি বলে জানিয়েছে তার পরিবার।
নিহতের বড় ভাই হৃদয় জানান, মঙ্গলবার রাতে একটি ফোন নাম্বার থেকে ফোন করে আমার ভাইকে অপহরণ করা হয়েছে জানিয়ে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। ঘটনাটি আমাদের বিশ্বাস হয়নি বলে আমরা তাদের টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছিলাম। পরে আজ (২৬ নভেম্বর) দুপুরে খবর পাই আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে বড় বাজার এলাকার একটি পরিত্যক্ত ভবনের নিচতলায় লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
তথ্যসূত্র:
১। ৪০ হাজার টাকা মুক্তিপণ দিতে না পারায় নারায়ণগঞ্জে তরুণকে হত্যার অভিযোগ
– https://tinyurl.com/yjcpdp74


