কুমিল্লায় রাসূল ﷺ কে কটূক্তি, হিন্দু যুবক আটক

0
122

হযরত মুহাম্মদ (ﷺ) ও ইসলামকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করায় কুমিল্লার দাউদকান্দিতে গৌতম সরকার নামে এক যুবককে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গৌতম সরকার তার আইডি থেকে রাসূল (ﷺ) ও মুসলিমদের ধর্মীয় রীতি-নীতি নিয়ে তির্যক, কুরুচিপূর্ণ ও উসকানিমূলক মন্তব্য করা হয়। পোস্টটি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। পরে প্রাথমিক যাচাই-বাছাই শেষে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানায়, ফেসবুকে ধর্মীয় মূল্যবোধ ও রাসূল (ﷺ)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গৌতম সরকারকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, বুধবার (২৬ নভেম্বর) দুপুরে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।


তথ্যসূত্র:
১। মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
– https://tinyurl.com/ychnzwhd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কার্যালয় কক্ষ থেকে নারীর লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের হেরাত প্রদেশ হতে নিয়মিত রপ্তানি হচ্ছে দেশে তৈরি গ্যাস ট্যাংকার