
আফগানিস্তানের বাগলান প্রদেশের কেন্দ্রীয় জেলায় স্পিন জার কমপ্লেক্স নামে নতুন একটি বাণিজ্যিক কমপ্লেক্স এর নির্মাণ কাজ শুরু হয়েছে। এটি নির্মাণে ৩৬ কোটি ২০ লক্ষ আফগানি ব্যয় নির্ধারণ করা হয়েছে। ২৬ নভেম্বর আরটিএ আফগান জাতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত নিউজে এই তথ্য জানা গেছে।
কমপ্লেক্সটি ২০ একর জমির উপর প্রতিষ্ঠা করে হচ্ছে। এই কমপ্লেক্সের মধ্যে ৯০০টি দোকান, ১টি হোটেল ও ১টি মসজিদ অন্তর্ভুক্ত থাকবে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3aueuujx


