তওবা না করা পর্যন্ত এনসিপির সকল কার্যক্রম বয়কট: জুলাই যোদ্ধা আতিকুল গাজী

0
129

চব্বিশের জুলাই অভ্যুত্থানে হাত হারানো যুবক আরজে আতিকুল গাজী জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বয়কট করেছেন। বুধবার (২৬ নভেম্বর) এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।

আতিকুল গাজী বলেন, ‘আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে বয়কট করলাম। আমি লক্ষ্য করছি তারা ঘুরিয়ে-পেচিয়ে তাদের মিথ্যাগুলাকে বলে যাওয়ার চেষ্টা করছে। তারা বলছে মত প্রকাশের স্বাধীনতা। আমরা স্পষ্ট লক্ষ্য করেছি। বাউল সরকার আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি করেছে। এখানে মত প্রকাশ বলতে কিছু নেই। অবশ্যই মত প্রকাশে স্বাধীনতা থাকতে হবে। তাই বলে কেউ আল্লাহ তালাকে নিয়ে কটূক্তি করবে?’

তিনি আরো বলেন, ‘আল্লাহ তায়ালার রাসূলকে (ﷺ) নিয়ে বিরোধিতা করবে; আমি এক মুসলিম ঘরের সন্তান হয়ে কখনও এটা মেনে নিতে পারব না। আজ থেকে এনসিপির সকল কার্যক্রমকে বয়কট করলাম। যতদিন পর্যন্ত এনসিপি তওবা করে তাদের ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে না পারবে; ততদিন পর্যন্ত এনসিপির সকল কার্যক্রম আমার কাছে বয়কট থাকবে।’


তথ্যসূত্র:
১। তওবা না করা পর্যন্ত এনসিপির সকল কার্যক্রম বয়কট: আতিকুল গাজী
– https://tinyurl.com/54hmasup

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআবারো ভূমিকম্পে কাঁপলো ঢাকা
পরবর্তী নিবন্ধপশ্চিম নাইজেরিয়ায় জেএনআইএম এর সামরিক উপস্থিতি বৃদ্ধি: সেনা ঘাঁটি বিজয়