
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে প্রথমবারের মতো ৫০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক ক্যান্সার হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। নাঙ্গারহার আঞ্চলিক হাসপাতালের অংশ হিসেবে এই বিশেষায়িত ক্যান্সার চিকিৎসা কেন্দ্রটি চালু হওয়ায় প্রদেশের ক্যান্সার রোগীদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী নূর জালাল জালালি। তিনি জানান, “নাঙ্গারহারে এতদিন কোনো মানসম্মত ক্যান্সার চিকিৎসা কেন্দ্র ছিল না। তাই আমরা ৫০ শয্যার এই হাসপাতাল চালু করেছি। একই সঙ্গে ফাতেমা আল-জাহরা হাসপাতালের জরুরি বিভাগের আইসিইউ ১০ শয্যা থেকে বাড়িয়ে ২০ শয্যায় উন্নীত করা হয়েছে।”
স্থানীয় বাসিন্দারা এই হাসপাতাল উদ্বোধনকে স্বাগত জানিয়েছেন। এতদিন ক্যান্সারের চিকিৎসার জন্য তাদের পাকিস্তানসহ বিদেশে যেতে হতো এবং বিপুল অর্থ ব্যয় করতে হতো। যারা পাকিস্তানে গিয়ে চিকিৎসা করাতেন এবং নানা সমস্যার মুখোমুখি হতেন, তারা এখন স্বস্তি পেয়েছেন। এখন থেকে এখানেই সব ধরনের সেবা পাওয়া যাবে।
এতদিন নাঙ্গারহার তথা পূর্বাঞ্চলে কোনো বিশেষায়িত ক্যান্সার চিকিৎসা কেন্দ্র না থাকায় রোগীদের বিদেশে যেতে হতো। এই নতুন হাসপাতাল সেই দুর্ভোগ অনেকাংশে লাঘব করবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. Nangarhar Opens First Dedicated Cancer Hospital
– https://tinyurl.com/4axs3btr


