
হারাকাতুশ শাবাবের এক হামলায় মার্কিন প্রশিক্ষিত ও অর্থায়নে পরিচালিত সোমালি স্পেশাল ফোর্সেস (দানব) এর সাত সৈন্য নিহত এবং আরও এক সৈন্য আহত হয়েছে।
শাহাদাহ এজেন্সির তথ্যমতে, বৃহস্পতিবার ২৭ নভেম্বর, দক্ষিণ সোমালিয়ার নিম্ন শাবেলি রাজ্যের বালিদোকল জেলার ফারসোল শহরে একটি সফল অভিযান পরিচালনা করেছেন হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিনরা। শহরের অবস্থিত মার্কিন বিমানঘাঁটি থেকে বের হওয়ার সময় দানব সৈন্যদের বহনকারী একটি কনভয় লক্ষ্য করে হারাকাতুশ শাবাবের একটি গেরিলা ইউনিট এই আক্রমণটি চালিয়েছেন।
মুজাহিদদের সফল এই আক্রমণের ফলে ঘটনাস্থলে দানব ফোর্সেস এর ৭ সৈন্য নিহত হয় এবং আরও ১ সৈন্য আহত হয়। এসময় মুজাহিদিনরা শত্রু বাহিনীর ডিএসএইচকে মেশিনগান সজ্জিত একটি সামরিক যানও ধ্বংস করতে সক্ষম হন।


