
সামগ্রিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে অবকাঠামো নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে ইমারাতে ইসলামিয়া সরকার। এরই ধারাবাহিকতায় আফগানিস্তানের সামাঙ্গান প্রদেশের খোরম ও সারবাগ জেলায় উল্লেখযোগ্য উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের গ্রামীণ পুনর্গঠন ও উন্নয়ন মন্ত্রনালয় জানিয়েছে, সামাঙ্গান প্রদেশের খোরম ও সারবাগ জেলার বিভিন্ন এলাকায় বাস্তবায়িত ৫১টি উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন করে সেগুলো আনুষ্ঠানিকভাবে জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। এসব প্রকল্পে ব্যয় হয়েছে মোট ৮ কোটি ৪০ লাখ আফগানি।
সামাঙ্গান প্রদেশের গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন বিভাগের তত্ত্বাবধানে এই প্রকল্পগুলো বাস্তবায়িত হয়েছে। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে ১১২ কিলোমিটার গ্রামীণ রাস্তা পুনর্নির্মাণ, পাকাকরণ, ১,২১০ মিটার প্রতিরক্ষামূলক দেয়াল নির্মাণ, ৪টি কালভার্ট নির্মান এবং ১৫৯ মিটার খাল খনন।
এসব প্রকল্প চলাকালীন শত শত নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছিল। প্রকল্পগুলো সম্পূর্ণ হওয়ার ফলে স্থানীয় বাসিন্দাদের যোগাযোগ, কৃষি ও পানি ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট খাতের দীর্ঘদিনের সমস্যাসমূহ দূর হয়েছে।
এই প্রকল্পগুলো বাস্তবায়নের ফলে খোরম ও সারবাগ জেলার গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।
উল্লেখ্য যে, ইমারাতে ইসলামিয়া সরকার প্রতিষ্ঠার পর দেশের অবহেলিত জেলাগুলোতে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে, এর ফলে নাগরিকদের অসংখ্য সমস্যার সমাধান হয়েছে।
তথ্যসূত্র:
1. په سمنګان ولایت کې (۵۱) بیلابیلې پراختیايي پروژې ګټې اخیستنې ته وسپارل شوې
– https://tinyurl.com/fwjd7dsz


