আফগানিস্তানের স্বাধীন ইসলামী শাসন শহীদদের আত্মত্যাগের ফসল: সেনা সংবর্ধনা অনুষ্ঠানে মোল্লা বারাদার হাফিযাহুল্লাহ

0
82

ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত স্পেশাল কমান্ডো বাহিনীর শত শত সদস্য ৬ষ্ঠ মৌলিক ট্রেনিং প্রোগ্রামে সফলভাবে তাদের সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এই উপলক্ষ্যে একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমারাতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার হাফিযাহুল্লাহ। এছাড়া মন্ত্রীপরিষদের বেশ কয়েকজন মন্ত্রী, কর্মকর্তাবৃন্দ ও মুজাহিদিনগণ অনুষ্ঠানে অংশ নেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স বার্তায় গত ২৭ নভেম্বর তথ্যসমূহ জানানো হয়েছে।

ইসলাম ও মাতৃভূমি রক্ষাকারীদের সাথে অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেকে গর্বিত বলে আপন অনুভূতি তুলে ধরেছেন উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার হাফিযাহুল্লাহ। তিনি বলেন, আফগানিস্তানের স্বাধীন ও সার্বভৌম ইসলামী শাসন ব্যবস্থা শহীদদের আত্মত্যাগের ফসল।

তিনি সেনাদের উদ্দেশ্যে বলেন, সীমান্ত রক্ষা, শত্রুপক্ষের মোকাবেলায় সুদৃঢ় অবস্থান ও মাতৃভূমি রক্ষা করা আপনাদের জন্য একটি পবিত্র ও মৌলিক কর্তব্য।

তিনি আফগান মুসলিম জাতির শত্রুদের সতর্ক করে বলেন, তারা যেন এই ভূমির দিকে কুনজর না দেয়, আফগানদের ধৈর্য্যের পরীক্ষা নেয়া হতে বিরত থাকে। কেননা আফগান মুসলমানগণ তাদের ভূখণ্ড লঙ্ঘন হতে দেবে না, তারা যে কোনও আগ্রাসনের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত।

তিনি ইমারাতে ইসলামিয়ার অবস্থান তুলে ধরে বলেন, আমরা প্রতিটি দেশের সাথে বিদ্যমান সীমানার প্রতি সম্মান রাখি, এছাড়া পারস্পরিক ভালো সম্পর্ক বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে হেলিকপ্টারের মাধ্যমে সামরিক কৌশল ও স্থল সামরিক কৌশল প্রদর্শন করেছেন স্পেশাল কমান্ডো বাহিনীর সেনাবৃন্দ। তারা ইমারাতে ইসলামিয়ার নেতা ও কর্মকর্তাদের সামনে এক ব্যতিক্রমী শৃঙ্খলা ও উচ্চ মনোবলের সাথে সামরিক দক্ষতা প্রদর্শন করেছেন।

প্রশিক্ষণে সেনাগণ আদর্শগত, বুদ্ধিবৃত্তিক ও সামরিক জ্ঞান লাভ করেছেন। দেশের অখণ্ডতা ও সীমান্ত রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে তাঁরা আপন প্রস্তুতি ব্যক্ত করেছেন। তারা জানান, মন্দ উদ্দেশ্য লালনকারী কোন আগ্রাসী শক্তি যদি এই বাহিনীর মোকাবেলা করতে চাই, তবে ঐ শত্রুপক্ষকে চূড়ান্ত পরিণতি ভোগ করতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্পেশাল কমান্ডো বাহিনীর সেনাদের হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয় এবং মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

এই সময়ে হযরত আব্দুল্লাহ বিন মাসঊদ রাযিয়াল্লাহু যৌথ সামরিক ট্রেনিং কমান্ডে ১১৪ জন সদস্য ৪ মাসের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। প্রশিক্ষণে এসপিজি -৯ মর্টার, এম ২ মেশিনগান, এম ২৪ স্নাইপার এবং আর্টিলারি বিষয়ে সেনাগণ তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ লাভ করেছেন। এছাড়াও শত্রু সমাবেশ ও যুদ্ধক্ষেত্রের ধরণ নির্ণয়, এবং যুদ্ধ সম্পর্কিত নানা প্রকারের গোয়েন্দা তথ্য সংগ্রহের প্রশিক্ষণ লাভ করেছেন।

সংবর্ধনা অনুষ্ঠানের কিছু স্থির চিত্র দেখুন-


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/y9pwsrnp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসামাঙ্গান প্রদেশে ৫১টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধগাজীপুরে ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় ১ শিক্ষার্থীর ছুরিকাঘাতে অপর ৬ শিক্ষার্থী আহত