
রাজধানীর কারওয়ান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাঁচামালা ব্যবসায়ী মো. লিটন মিয়া নামে একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় লিটন মিয়ার নগদ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
আহতের স্ত্রী জানিয়েছেন, তার স্বামী কারওয়ান বাজারের কাঁচা মাল ক্রয় করে সেখানেই বিক্রি করে থাকেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে বের হন। কারওয়ান বাজার আম্বরশাহ মসজিদের পাশে আসলে ৩ জন ছিনতাইকারী তাকে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। তার সঙ্গে থাকা নগদ ৩৩ হাজার টাকা ও তার মোবাইল ফোন নিয়ে যায়। সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
তথ্যসূত্র:
১। কারওয়ান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত
– https://tinyurl.com/23m72ue2


